Coronavirus Testing: মাত্র ৪৫ মিনিটেই করা যাবে করোনা টেস্ট, IIT-Kharagpur-এর নয়া আবিষ্কার আসছে বাজারে

Last Updated:
নতুন এই যন্ত্রটির নাম ‘কোভির‍্যাপ’। যা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে । খোলা বাজারে বিক্রি করার সমস্ত অনুমোদন পাওয়া গিয়েছে ।
1/5
• এমন বিভীষিকাময় পরিস্থিতি আগে দেখেনি কেউ । ক্ষুদ্র একটা ভাইরাস মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে । চারিদিকে হাহাকার, কান্না, যন্ত্রণা । অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, ভ্যাক্সিনের ঘাটতি, এমনকি করোনা টেস্টও হচ্ছে না সময় মতো । কারণ সেখানেও লেগে গিয়েছে লম্বা লাইন ।
• এমন বিভীষিকাময় পরিস্থিতি আগে দেখেনি কেউ । ক্ষুদ্র একটা ভাইরাস মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে । চারিদিকে হাহাকার, কান্না, যন্ত্রণা । অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, ভ্যাক্সিনের ঘাটতি, এমনকি করোনা টেস্টও হচ্ছে না সময় মতো । কারণ সেখানেও লেগে গিয়েছে লম্বা লাইন ।
advertisement
2/5
• বর্তমানে করোনা টেস্টিংয়ে প্রায় ২৪ ঘণ্টা মতো সময় লাগছে । যার ফলে অধিকাংশ প্যাথোলজিতেই পড়ছে লম্বা লাইন । রিপোর্ট আসতে দেরি হচ্ছে । এর ফল ভুগতে হচ্ছে রোগীকে । সময়ে রিপোর্ট না আসায় নিজের অজান্তেই অন্য অনেকের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন তিনি । অনেক সময় আবার রোগীর জীবনই প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। এই সমস্ত সমস্যা সমাধানে IIT-Kharagpur-এর পড়ুয়ারা বানিয়েছে নতুন করোনা টেস্টিং কিট । যার সাহায্যে মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে ফলাফল ।
• বর্তমানে করোনা টেস্টিংয়ে প্রায় ২৪ ঘণ্টা মতো সময় লাগছে । যার ফলে অধিকাংশ প্যাথোলজিতেই পড়ছে লম্বা লাইন । রিপোর্ট আসতে দেরি হচ্ছে । এর ফল ভুগতে হচ্ছে রোগীকে । সময়ে রিপোর্ট না আসায় নিজের অজান্তেই অন্য অনেকের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন তিনি । অনেক সময় আবার রোগীর জীবনই প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। এই সমস্ত সমস্যা সমাধানে IIT-Kharagpur-এর পড়ুয়ারা বানিয়েছে নতুন করোনা টেস্টিং কিট । যার সাহায্যে মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে ফলাফল ।
advertisement
3/5
• নতুন এই যন্ত্রটির নাম ‘কোভির‍্যাপ’। যা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে । খোলা বাজারে বিক্রি করার সমস্ত অনুমোদন পাওয়া গিয়েছে ।
• নতুন এই যন্ত্রটির নাম ‘কোভির‍্যাপ’। যা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে । খোলা বাজারে বিক্রি করার সমস্ত অনুমোদন পাওয়া গিয়েছে ।
advertisement
4/5
• "রাইবো নিউক্লিক অ্যাসিড" বা আরএনএ পরীক্ষা করে একেবারে নিখুঁত ফল জানাতে সক্ষম এই ‘কোভির‍্যাপ’।
• "রাইবো নিউক্লিক অ্যাসিড" বা আরএনএ পরীক্ষা করে একেবারে নিখুঁত ফল জানাতে সক্ষম এই ‘কোভির‍্যাপ’।
advertisement
5/5
• ভারতে প্রথম করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন‌ চক্রবর্তীর নেতৃত্বে চলছিল গবেষণা। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল কী ভাবে কম খরচে, কম সময়ে, সহজ ব্যবহারযোগ্য করোনা টেস্ট কিট বাজারে আনা যায় । শেষ পর্যন্ত সেই গবেষণা সফল হয়েছে ।
• ভারতে প্রথম করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন‌ চক্রবর্তীর নেতৃত্বে চলছিল গবেষণা। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল কী ভাবে কম খরচে, কম সময়ে, সহজ ব্যবহারযোগ্য করোনা টেস্ট কিট বাজারে আনা যায় । শেষ পর্যন্ত সেই গবেষণা সফল হয়েছে ।
advertisement
advertisement
advertisement