Coronavirus Testing: মাত্র ৪৫ মিনিটেই করা যাবে করোনা টেস্ট, IIT-Kharagpur-এর নয়া আবিষ্কার আসছে বাজারে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
নতুন এই যন্ত্রটির নাম ‘কোভির্যাপ’। যা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে । খোলা বাজারে বিক্রি করার সমস্ত অনুমোদন পাওয়া গিয়েছে ।
advertisement
• বর্তমানে করোনা টেস্টিংয়ে প্রায় ২৪ ঘণ্টা মতো সময় লাগছে । যার ফলে অধিকাংশ প্যাথোলজিতেই পড়ছে লম্বা লাইন । রিপোর্ট আসতে দেরি হচ্ছে । এর ফল ভুগতে হচ্ছে রোগীকে । সময়ে রিপোর্ট না আসায় নিজের অজান্তেই অন্য অনেকের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন তিনি । অনেক সময় আবার রোগীর জীবনই প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। এই সমস্ত সমস্যা সমাধানে IIT-Kharagpur-এর পড়ুয়ারা বানিয়েছে নতুন করোনা টেস্টিং কিট । যার সাহায্যে মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে ফলাফল ।
advertisement
advertisement
advertisement