কৌশিকী অমাবস্যার রাতে 'এই' সতীপীঠে মহা হোমযজ্ঞের আয়োজন! মায়ের লীলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
প্রত্যেক নিশি রাতেই মায়ের পুজো হয় এখানে। কৌশিকী অমাবস্যার দিনে সকালে বিশেষ স্নান করানো হয়। তারপরে চলে পুজো। রাতে হবে মহা হোম যজ্ঞ।
<strong>নবগ্রাম, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল:</strong> মুর্শিদাবাদের নাম শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন বাংলার নবাবি আমল। তবে শুধু ঐতিহাসিক দিক থেকেই নয়, পৌরাণিক দিক থেকেও এই জেলার গুরুত্ব অসীম। এই জেলাতেই রয়েছে ৫১টি সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী ধ্যানে পূজিতা হন।
advertisement
advertisement
advertisement
advertisement
১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী। পরবর্তী সময়ে মহারাজা রাও যোগেন্দ্রনারায়ণ রাই ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। তবে দিলীপবাবু জানাচ্ছেন যোগেন্দ্রনারায়ণ রাইয়ের সময়ের যে তথ্য পাওয়া গিয়েছে তাতে মন্দিরের পুনঃসংস্কার কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে তার আগে আরও কেউ এই মন্দিরের সংস্কার করেছেন বলেই মনে করা হয়। (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
