Digha: ২৫ ডিসেম্বর-১ জানুয়ারি দিঘায় 'তুলকালাম' কাণ্ড ...! হোটেলে বাম্পার ডিসকাউন্ট, প্যাকেজ অফার, যাওয়ার আগে জেনে নিন, না হলেই বিরাট মিস!
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Digha: দুর্গাপুজোতে ধাক্কা, শীতের ভরা মরশুমকে টার্গেট দিঘার হোটেল ব্যবসায়ীদের। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি, বর্ষবিদায় আর বর্ষবরণকে ঘিরে দিঘায় এলাহি আয়োজন করা হয়েছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, পর্যটকদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি ধাঁচের আতশবাজি।
advertisement
advertisement
আশা করেছিলেন দুর্গাপুজোকে কেন্দ্র করেই ভাল আয় হবে। কিন্তু বাস্তব চিত্র ছিল একেবারেই উল্টো যায় ।একটার পর একটা দুর্যোগে এবছর দুর্গাপুজোর ব্যবসা কার্যত ভেস্তে যায়। টানা বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া। সমুদ্র উত্তাল ছিল বহু দিন। শেষ মুহূর্তে একের পর এক বুকিং বাতিল হয়। অনেক পর্যটক দিঘা সফরই বাতিল করেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement





