এই খেলায় অংশ নিতে গ্রাম থেকে এসে হাজির শয়ে শয়ে প্রতিযোগী
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Kaustav
Last Updated:
প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা অংশগ্রহণ করবে ৬৯ তম রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগীতায়
advertisement
advertisement
advertisement
প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক রেনসি দেবাশিস কুমার মণ্ডল। এছাড়াও ছিলেন ছয়জন ক্যারাটে ইন্ডিয়া সংস্থার জাতীয় বিচারক। পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের সাধারণ সম্পাদক অরুণাভ কোনার জানান, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা আগামী ৬৯ তম রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয়েছে।
advertisement
![ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস, পূর্ব বর্ধমানের পরিচালনায় বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলা স্কুল ক্যারাটের সিলেকশন ট্রায়াল ২০২৫। (অনূর্ধ্ব-১৪, ১৭, ১৯ মহিলা)। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় ১৪০ জন প্রতিযোগী অংশ নেয়।[চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার] ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস, পূর্ব বর্ধমানের পরিচালনায় বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলা স্কুল ক্যারাটের সিলেকশন ট্রায়াল ২০২৫। (অনূর্ধ্ব-১৪, ১৭, ১৯ মহিলা)। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় ১৪০ জন প্রতিযোগী অংশ নেয়।[চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5397714_vid20250822wa00508_watermark_22082025_113302_1.jpg?impolicy=website&width=827&height=620)






