ঐতিহ্যের ঝুলনের চেনা ছবি, 'এখানে' গেলে চাঙ্গা হয়ে যাবে ছোটবেলার সব স্মৃতি!

Last Updated:
আধুনিকতার ছোঁয়া, প্রযুক্তির আগ্রাসন এবং পড়াশোনার বাড়তি চাপে আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে ঝুলনের সেই চেনা রূপ
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: একসময় গ্রাম বাংলার অলিগলিতে শ্রাবণ-ভাদ্র মাসের পূর্ণিমা ঘিরে জমে উঠত ঝুলন যাত্রার উৎসব। গাছের ডালে পুতুলের দোল, খড়-কাঠের গুঁড়ো ও নানা প্রাকৃতিক উপকরণে তৈরি দৃষ্টিনন্দন ঝুলন। যার মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠত শিশু-কিশোর থেকে গোটা পাড়া
<strong>হাবড়া, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:</strong> এক সময় গ্রাম বাংলার অলিগলিতে শ্রাবণ-ভাদ্র মাসের পূর্ণিমা ঘিরে জমে উঠত ঝুলনযাত্রার উৎসব। গাছের ডালে পুতুলের দোল, খড়-কাঠের গুঁড়ো ও নানা প্রাকৃতিক উপকরণে তৈরি দৃষ্টিনন্দন ঝুলন। যার মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠত শিশু-কিশোর থেকে গোটা পাড়া।
advertisement
2/6
কিন্তু এখন সময় অনেক বদলেছে। আধুনিকতার ছোঁয়া, প্রযুক্তির আগ্রাসন এবং পড়াশোনার বাড়তি চাপে আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে ঝুলনের সেই চেনা রূপ। অশোকনগর, হাবড়া সহ জেলার নানা প্রান্তে যেখানে একসময় প্রতিটি পাড়ায়, বাড়ির উঠোনে কিংবা স্কুল প্রাঙ্গণে শিশুরা দল বেঁধে ঝুলন বানাতো, এখন সেখানে খুঁজে পাওয়া যায় নিঃসঙ্গতা (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
কিন্তু এখন সময় অনেক বদলেছে। আধুনিকতার ছোঁয়া, প্রযুক্তির আগ্রাসন এবং পড়াশোনার বাড়তি চাপে আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে ঝুলনের সেই চেনা রূপ। অশোকনগর, হাবড়া সহ জেলার নানা প্রান্তে যেখানে একসময় প্রতিটি পাড়ায়, বাড়ির উঠোনে কিংবা স্কুল প্রাঙ্গণে শিশুরা দল বেঁধে ঝুলন বানাতো, এখন সেখানে খুঁজে পাওয়া যায় নিঃসঙ্গতা (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
স্থানীয় প্রবীণ ব্যক্তি সোমনাথ মুখার্জি বলেন, আগে ছোটবেলায় ঝুলনযাত্রার সময় নিজেরাই দোলনা তৈরি করতাম। বাঁশ-কাঠের গুঁড়ো, খড়, রঙিন কাগজ আর ফুল দিয়ে সাজানো হতো। এখন সবই স্মৃতি হয়ে গিয়েছে (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
স্থানীয় প্রবীণ ব্যক্তি সোমনাথ মুখার্জি বলেন, আগে ছোটবেলায় ঝুলনযাত্রার সময় নিজেরাই দোলনা তৈরি করতাম। বাঁশ-কাঠের গুঁড়ো, খড়, রঙিন কাগজ আর ফুল দিয়ে সাজানো হতো। এখন সবই স্মৃতি হয়ে গিয়েছে (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
স্থানীয় কয়েকটি ক্লাব সংগঠন এখনও বাংলার এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তবুও তা নিতান্তই হাতে গোনা (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
স্থানীয় কয়েকটি ক্লাব সংগঠন এখনও বাংলার এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তবুও তা নিতান্তই হাতে গোনা (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
প্রতিযোগিতার যুগে পড়াশোনা ও নানা প্রশিক্ষণমূলক শিক্ষার গণ্ডিতে আবদ্ধ হয়ে শিশুরাও এখন অনেক অংশেই ঝুলনের মতো ঐতিহ্যবাহী আনন্দ থেকে বঞ্চিত (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
প্রতিযোগিতার যুগে পড়াশোনা ও নানা প্রশিক্ষণমূলক শিক্ষার গণ্ডিতে আবদ্ধ হয়ে শিশুরাও এখন অনেক অংশেই ঝুলনের মতো ঐতিহ্যবাহী আনন্দ থেকে বঞ্চিত (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
আজকের প্রজন্মের কাছে ঝুলন যাত্রা যেন শুধু বইয়ের পাতার বা দাদু-ঠাকুমার গল্পের এক টুকরো অতীত। হাবড়া অশোকনগরের বুকে অবশ্য বেশ কিছু পরিবার এখনও পুরনো রীতি মেনেই এই ঝুলনযাত্রা উৎসব পালন করছেন (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
আজকের প্রজন্মের কাছে ঝুলন যাত্রা যেন শুধু বইয়ের পাতার বা দাদু-ঠাকুমার গল্পের এক টুকরো অতীত। হাবড়া অশোকনগরের বুকে অবশ্য বেশ কিছু পরিবার এখনও পুরনো রীতি মেনেই এই ঝুলনযাত্রা উৎসব পালন করছেন (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement