Jhulan Yatra: রাখাল থেকে রাজা, এক পক্ষকালীন ঝুলনে এখানে নানা বেশে সেজে দোল খান শ্রীচৈতন্যদেব

Last Updated:
একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সারারাত ঝুলন কীর্তন হয়। সঙ্গে সখী বেশে অভিনয়। কীর্তনে যা বলা আছে তাই অভিনয় করা হয়।শ্রী বিগ্রহকে সাজিয়ে তোলা হয় বিভিন্ন সুগন্ধি রকমারি ফুল দিয়ে
1/7
বৃন্দাবনের মত নবদ্বীপেও এক পক্ষকাল ব্যাপী ঝুলন উৎসব আয়োজিত হয়। নদিয়ার নবদ্বীপ ধামে রাধা-কৃষ্ণের পাশাপাশি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের ঝুলন যাত্রা‌ও অনুষ্ঠিত হয়, যা চলে এক পক্ষকাল ধরে।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]
advertisement
2/7
ঝুলন যাত্রা উপলক্ষে নবদ্বীপ শহরের বিভিন্ন মঠ ও মন্দির ইতিমধ্যেই সেজে উঠেছে আলোর মালায়। তবে চিরাচরিত প্রথা মেনে নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দির, সমাজবাড়ি আশ্রমে এই ঝুলন উৎসব শুরু হয়ে গিয়েছে অনেক আগে। মহাপ্রভু মন্দিরের ঝুলনের উৎসব চলে প্রতিপদ থেকে পূর্ণিমা, এক পক্ষকাল ধরে।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]
advertisement
3/7
ধামেশ্বর মহাপ্রভু মন্দিরেের সভাপতি সুদীন গোস্বামী জানান, ধামেশ্বর মন্দিরে ঝুলন রাধা-কৃষ্ণের নয়, মহাপ্রভুর হয়। প্রতিদিন সন্ধেয় অনুষ্ঠিত হয় ঝুলন কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদও।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]
advertisement
4/7
সুদীনবাবু আর‌ও জানান, ঝুলনের শেষ পাঁচ দিন মহাপ্রভুকে সাজানো হয় পাঁচটি বিশেষ বেশে। একাদশীর দিন নটবর, দ্বাদশীর দিন নাটুয়া, ত্রয়োদশীতে রাখাল, চতুর্দশীর দিন নাগরী এবং পূর্ণিমার দিন রাজবেশে সেজে ওঠেন মহাপ্রভু। এর সঙ্গে প্রতিদিন ভোগেও থাকে নানা পদ।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]
advertisement
5/7
নবদ্বীপের সমাজবাড়ি আশ্রমের ঝুলন উৎসব অনুষ্ঠিত হয় ১৩ দিনের। বৃন্দাবনের গোস্বামী মতে এখানে ঝুলনযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]
advertisement
6/7
মন্দিরের সেবায়েত বিশ্বম্ভর দাস বাবাজী জানান, প্রতিপদ থেকে দশমী পর্যন্ত হয় সায়ংকালীন ঝুলন উৎসব। আর একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সারারাত ঝুলন কীর্তন হয়। সঙ্গে সখী বেশে অভিনয়। কীর্তনে যা বলা আছে তাই অভিনয় করা হয়। শ্রী বিগ্রহকে সাজিয়ে তোলা হয় বিভিন্ন সুগন্ধি রকমারি ফুল দিয়ে।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]
advertisement
7/7
এছাড়াও নবদ্বীপের শ্রীবাসঅঙ্গম মন্দিরেও সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই ঝুলন উৎসব। ফলত এখন মন্দিরনগরী নবদ্বীপ ধামে সন্ধের অন্ধকার নামলেই বিভিন্ন মঠ মন্দির থেকে ভেষে আসছে ঝুলন কীর্তন। মন্দিরের গর্ভগৃহে কামিনী, জুঁই, বেলফুলে সাজানো দোলনায় রাধা-কৃষ্ণ অথবা মহাপ্রভুর মূর্তি। মন্দিরে মন্দিরে জমছে ভক্ত সমাগম।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]
advertisement
advertisement
advertisement