Jhulan Yatra: রাখাল থেকে রাজা, এক পক্ষকালীন ঝুলনে এখানে নানা বেশে সেজে দোল খান শ্রীচৈতন্যদেব
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সারারাত ঝুলন কীর্তন হয়। সঙ্গে সখী বেশে অভিনয়। কীর্তনে যা বলা আছে তাই অভিনয় করা হয়।শ্রী বিগ্রহকে সাজিয়ে তোলা হয় বিভিন্ন সুগন্ধি রকমারি ফুল দিয়ে
![বৃন্দাবনের মত নবদ্বীপেও এক পক্ষকাল ব্যাপী ঝুলন উৎসব আয়োজিত হয়। নদিয়ার নবদ্বীপ ধামে রাধা-কৃষ্ণের পাশাপাশি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের ঝুলন যাত্রাও অনুষ্ঠিত হয়, যা চলে এক পক্ষকাল ধরে।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ] বৃন্দাবনের মত নবদ্বীপেও এক পক্ষকাল ব্যাপী ঝুলন উৎসব আয়োজিত হয়। নদিয়ার নবদ্বীপ ধামে রাধা-কৃষ্ণের পাশাপাশি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের ঝুলন যাত্রাও অনুষ্ঠিত হয়, যা চলে এক পক্ষকাল ধরে।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5366822_kmc_20250808_140008_watermark_08082025_141350_2.jpg?impolicy=website&width=827&height=620)