১০ বছর ধরে চরম জল সঙ্কট, তৃষ্ণায় ফাটছে বুক! বৃষ্টি মাথায় নিয়েই 'জীবনযুদ্ধে' নেমেছে জঙ্গলমহল
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
গত ১০ বছর ধরে ঝাড়গ্রামের কেন্দুগাড়ি, রথীন গেড়িয়া ও আশেপাশের গ্রামগুলোতে পানীয় জলের চরম সঙ্কট চলছে। অভিযোগ, প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি।
<strong>ঝাড়গ্রাম, তন্ময় নন্দীঃ</strong> পানীয় জলের চরম সঙ্কটে দীর্ঘদিন ভোগান্তির পর অবশেষে ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের লোহামেলিয়া এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কের উপরে রাস্তায় নামেন গ্রামবাসীরা। সকাল থেকেই নয়াগ্রাম-গোপীবল্লভপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
advertisement
advertisement
একাধিকবার ব্লক প্রশাসনের কাছে দরবার করা, পঞ্চায়েত স্তরে অভিযোগ জানানো - স্থানীয়দের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। তাই বাধ্য হয়েই তারা পথে নেমেছেন। গ্রামের বাসিন্দা অর্চনা বেরার অভিযোগ, এলাকায় বহুবার জল সরবরাহ প্রকল্পের ঘোষণা হলেও বাস্তবে তার কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিনের পর দিন জলের জন্য হাহাকার চলছে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement