১০ বছর ধরে চরম জল সঙ্কট, তৃষ্ণায় ফাটছে বুক! বৃষ্টি মাথায় নিয়েই 'জীবনযুদ্ধে' নেমেছে জঙ্গলমহল

Last Updated:
গত ১০ বছর ধরে ঝাড়গ্রামের কেন্দুগাড়ি, রথীন গেড়িয়া ও আশেপাশের গ্রামগুলোতে পানীয় জলের চরম সঙ্কট চলছে। অভিযোগ, প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। 
1/6
পানীয় জলের চরম সংকটে দীর্ঘদিন ভোগান্তির পর অবশেষে ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের লোহামেলিয়া এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কের উপরে রাস্তায় নামে গ্রামবাসীরা, সকাল থেকেই নয়াগ্রাম-গোপীবল্লভপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
<strong>ঝাড়গ্রাম, তন্ময় নন্দীঃ</strong> পানীয় জলের চরম সঙ্কটে দীর্ঘদিন ভোগান্তির পর অবশেষে ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের লোহামেলিয়া এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কের উপরে রাস্তায় নামেন গ্রামবাসীরা। সকাল থেকেই নয়াগ্রাম-গোপীবল্লভপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
advertisement
2/6
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১০ বছর ধরে কেন্দুগাড়ি, রথীন গেড়িয়া ও আশেপাশের গ্রামগুলোতে পানীয় জলের চরম সংকট চলছে। প্রতিনিয়ত সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১০ বছর ধরে কেন্দুগাড়ি, রথীন গেড়িয়া ও আশেপাশের গ্রামগুলোতে পানীয় জলের চরম সঙ্কট চলছে। প্রতিনিয়ত সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি।(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
3/6
অবরোধের ছেড়ে দীর্ঘক্ষণ রাস্তায় যানজট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে একাধিক মালবাহী ও যাত্রীবাহী গাড়ি। স্থানীয় বাসিন্দা মানসী বেরা জানান 'গ্রামের সমস্যার সমাধানের বিভিন্ন মহলে জানানো হয়েছে সমাধান হয়নি, সমাধান না হলে ফের অবরোধের পথে হাঁটবো আমরা।' (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
অবরোধের জেরে দীর্ঘক্ষণ রাস্তায় যানজট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে একাধিক মালবাহী ও যাত্রিবাহী গাড়ি। স্থানীয় বাসিন্দা মানসী বেরা জানান, 'গ্রামের সমস্যার সমাধানের জন্যে বিভিন্ন মহলে জানানো হয়েছে সমাধান হয়নি, সমাধান না হলে ফের অবরোধের পথে হাঁটবো আমরা।'(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
4/6
অবরোধ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়, প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও পরে তা অবরোধে পরিণত হয়। খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
অবরোধ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও পরে তা অবরোধে পরিণত হয়। খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/6
একাধিকবার ব্লক প্রশাসনের কাছে দরবার করা, পঞ্চায়েত স্তরে অভিযোগ জানানো—সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই বাধ্য হয়েই তারা পথে নেমেছেন। গ্রামের বাসিন্দা অর্চনা বেরার অভিযোগ, এলাকায় বহুবার জল সরবরাহ প্রকল্পের ঘোষণা হলেও বাস্তবে তার কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিনের পর দিন জলের জন্য হাহাকার চলছে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
একাধিকবার ব্লক প্রশাসনের কাছে দরবার করা, পঞ্চায়েত স্তরে অভিযোগ জানানো - স্থানীয়দের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। তাই বাধ্য হয়েই তারা পথে নেমেছেন। গ্রামের বাসিন্দা অর্চনা বেরার অভিযোগ, এলাকায় বহুবার জল সরবরাহ প্রকল্পের ঘোষণা হলেও বাস্তবে তার কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিনের পর দিন জলের জন্য হাহাকার চলছে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/6
প্রায় ঘন্টা দুয়েক অবরোধ থাকার পর। অবশেষে স্থানীয় প্রশাসন ও গোপীবল্লভপুর থানার পুলিশের আশ্বাসের ওঠে অবরোধ। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
প্রায় ঘন্টা দুয়েক অবরোধ থাকার পর অবশেষে স্থানীয় প্রশাসন ও গোপীবল্লভপুর থানার পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement