Durga Puja 2025: কোথাও বিষ্ণুর দশাবতার, আবার কোথাও ঋষির তপস্যা! ছবিতে দেখুন ঝাড়গ্রামের সেরা সব পুজোর থিম

Last Updated:
জঙ্গলমহলের দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন ক্লাবের পুজোর থিম 'তপস্যা গর্ভগৃহ।' পাশাপাশি শারদ উৎসব ক্লাবেই আসলেই মিলছে গোরক্ষনাথ মন্দিরের দর্শন যা নজর কেড়েছে এখানকার অধিবাসীদের। 
1/6
ঝাড়গ্রামের শারদ উৎসব সার্বজনীন দুর্গোৎসব ক্লাবের এ বছরের থিম উত্তরপ্রদেশের গৌরক্ষনাথ মন্দিরের আদলে প্যান্ডেল। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
ঝাড়গ্রামের শারদ উৎসব সার্বজনীন দুর্গোৎসব ক্লাবের এ বছরের থিম উত্তরপ্রদেশের গৌরক্ষনাথ মন্দিরের আদলে প্যান্ডেল। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
2/6
শারদ উৎসব ক্লাবের পুজো এবার বর্ষ ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে। মন্দির জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য।
শারদ উৎসব ক্লাবের পুজো এবার বর্ষ ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে। মন্দির জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য।
advertisement
3/6
প্রতিমাতেও রয়েছে চমক, মণ্ডপে রয়েছে বিষ্ণুর দশ রূপের দশ অবতারের রূপ।
প্রতিমাতেও রয়েছে চমক, মণ্ডপে রয়েছে বিষ্ণুর দশ রূপের দশ অবতারের রূপ।
advertisement
4/6
ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন ক্লাবের উদ্যোগে আয়োজিত বাছুরডোবা সর্বজনীন দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন জঙ্গলমহলবাসী।
ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন ক্লাবের উদ্যোগে আয়োজিত বাছুরডোবা সর্বজনীন দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন জঙ্গলমহলবাসী।
advertisement
5/6
ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন ক্লাবের দুর্গাপূজা এই বছর ৬৪ তম বর্ষে পদার্পণ করল। পুজোর থিম 'তপস্যা গর্ভগৃহ। 'এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন ঋষির ছবি।
ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন ক্লাবের দুর্গাপূজা এই বছর ৬৪ তম বর্ষে পদার্পণ করল। পুজোর থিম 'তপস্যা গর্ভগৃহ। 'এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন ঋষির ছবি।
advertisement
6/6
পাহাড়ের চূড়ায় বসে রয়েছেন এক ঋষি। তিনি তপস্যা করছেন। পুজো কমিটির এই থিম দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
পাহাড়ের চূড়ায় বসে রয়েছেন এক ঋষি। তিনি তপস্যা করছেন। পুজো কমিটির এই থিম দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement