Jamaishasthi 2025: আম, লিচু থেকে মাছ, মাংস...জামাইষষ্ঠীর বাজারে কেমন যাচ্ছে জিনিসপত্রের দাম? শুনলে চমকে যাবেন

Last Updated:
সারা বছরের অন্যান্য দিনের তুলনায় জামাইষষ্ঠীর এই সপ্তাহে সবজি, ফল, মাছ, মাংস ইত্যাদি সবকিছুই তুলনামূলক দাম একটু চড়া থাকে।
1/6
রবিবার জামাই ষষ্ঠী। এদিন শ্বশুর বাড়িতে জামাইদের পাত পেড়ে খেতে দেবেন শাশুড়ি মায়েরা। একাধিক রান্নার পদ সাজিয়ে। অলিখিতভাবে জামাইষষ্ঠীর পরের দিন দায়িত্ব থাকে জামাইদের বাজার করার। তাই এই ক'দিন বাজার যে গমগম করবে তা বলাই বাহুল্য।
রবিবার জামাই ষষ্ঠী। এদিন শ্বশুর বাড়িতে জামাইদের পাত পেড়ে খেতে দেবেন শাশুড়ি মায়েরা। একাধিক রান্নার পদ সাজিয়ে। অলিখিতভাবে জামাইষষ্ঠীর পরের দিন দায়িত্ব থাকে জামাইদের বাজার করার। তাই এই ক'দিন বাজার যে গমগম করবে তা বলাই বাহুল্য। 
advertisement
2/6
নদিয়া জেলা হিমসাগর আম ফলনের জন্য জগৎজোড়া বিখ্যাত। এই আম পাড়ি দেয় জেলা ছাড়িয়ে ভিম জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায়ও।
নদিয়া জেলা হিমসাগর আম ফলনের জন্য জগৎজোড়া বিখ্যাত। এই আম পাড়ি দেয় জেলা ছাড়িয়ে ভিম জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায়ও।  প্রতীকী ছবি
advertisement
3/6
এ বছর আমের ফলন খুব বেশি হলেও লিচুর ফলন তেমন হয়নি, সেই কারণে আমের দাম নাগালের মধ্যে থাকলেও লিচুর দাম সাধ্যের বাইরে। লিচু এবার তুলনামূলক কম ফলন হয়েছে সেই কারণে লিচু বিক্রি হচ্ছে চড়া দাম।
এ বছর আমের ফলন খুব বেশি হলেও লিচুর ফলন তেমন হয়নি, সেই কারণে আমের দাম নাগালের মধ্যে থাকলেও লিচুর দাম সাধ্যের বাইরে। লিচু এবার তুলনামূলক কম ফলন হয়েছে সেই কারণে লিচু বিক্রি হচ্ছে চড়া দাম।  প্রতীকী ছবি
advertisement
4/6
নদিয়ার বিভিন্ন বাজারে ঘুরে এদিন জানা যায়, খাঁটি হিমসাগর আম ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে, লিচু প্রায় ১৫০ টাকা কেজি, তাল শাঁস প্রতি পিস ৫ টাকা, কাঁঠাল সেই অর্থে এখনও ওঠেনি বলে নির্ভর করছে দাম বিক্রেতার উপরে।
নদিয়ার বিভিন্ন বাজারে ঘুরে এদিন জানা যায়, খাঁটি হিমসাগর আম ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে, লিচু প্রায় ১৫০ টাকা কেজি, তাল শাঁস প্রতি পিস ৫ টাকা, কাঁঠাল সেই অর্থে এখনও ওঠেনি বলে নির্ভর করছে দাম বিক্রেতার উপরে।  প্রতীকী ছবি
advertisement
5/6
এছাড়াও বাজারে চন্দ্রমুখী আলু ২২ থেকে ২৫ টাকা কেজি, পটল ৪০ টাকা কিলো এবং অন্যান্য সবজি সাধারণ দিনের মতোই দাম রয়েছে।
এছাড়াও বাজারে চন্দ্রমুখী আলু ২২ থেকে ২৫ টাকা কেজি, পটল ৪০ টাকা কিলো এবং অন্যান্য সবজি সাধারণ দিনের মতোই দাম রয়েছে।  প্রতীকী ছবি
advertisement
6/6
সুতরাং বলা যেতে পারে, মাছ মাংস বাদে জামাইদের সবজি ও ফল খাওয়াতে খুব বেশি গাঁটের কড়ি খরচা করতে হবে না তাদের শ্বশুর বাড়ির লোকেদের।
সুতরাং বলা যেতে পারে, মাছ মাংস বাদে জামাইদের সবজি ও ফল খাওয়াতে খুব বেশি গাঁটের কড়ি খরচা করতে হবে না তাদের শ্বশুর বাড়ির লোকেদের। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement