Christmas 2025: শরীরে মারণ রোগের যন্ত্রণা! অসুখ আর অভাবের মাঝেও বড়দিনে হাজার হাসির ঠিকানা 'ভোলাদা'
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Jalpaiguri Christmas 2025: ব্যক্তিগত জীবনে কঠিন লড়াইয়ের সাক্ষী ভোলা দা। কিন্তু এখনও খুশির ঝুলি নিয়ে হাজির হয়ে যান সান্তা সেজে।
advertisement
advertisement
advertisement
মানসিক শক্তিকে সঙ্গী করে তিনি আবার ফিরে এসেছেন তাঁর চেনা ভূমিকায় শিশুদের সান্টা দাদু হিসেবে। ১৯৭৪ সাল থেকে টানা এই মানবিক ও সেবামূলক কাজ করে চলেছেন ভোলা দা। প্রায় পাঁচ দশক ধরে কোনও বিরতি ছাড়াই তাঁর এই উদ্যোগ জলপাইগুড়ির সামাজিক জীবনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। বড়দিনের আগের দিনও শহরের নানা প্রান্তে তাঁকে দেখা যায় শিশু উদ্যান, কিং সাহেবের ঘাট, তিস্তা স্পার-সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি।
advertisement






