১ কোটি মন্ত্রোচ্চারণে জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা মঙ্গলে, সোমে অশ্বযজ্ঞ...! বুধে মন্দির উদ্বোধন, সাজ সাজ রব দিঘা জুড়ে, দেখুন সম্পূর্ণ সময়সূচি

Last Updated:
Digha Jagannath Temple: প্রভু জগন্নাথদেবকে স্বাগত জানাতে পুণ্য ক্ষেত্রে জোরকদমে চলছে হোমযজ্ঞ। তার সঙ্গে কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা মন্দিরচত্বর। উদ্বোধনের প্রাক্কালে পুরীর রাজেশ দ্বৈতাপতি এবং ইসকন প্রতিনিধি রাধারমন দাস পুজো পার্বণ ও হোমযজ্ঞ চালাচ্ছেন শাস্ত্রীয় আচার মেনেই।
1/8
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন বুধবার। তার আগে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পৌঁছে বলেন, "দিঘায় পর্যটকদের সংখ্যা আরও বাড়ছে। বিদেশি পর্যটকরাও আসছেন। দিঘাকে আপনারা এবার অন্য রূপে দেখতে পাবেন।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন বুধবার। তার আগে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পৌঁছে বলেন, "দিঘায় পর্যটকদের সংখ্যা আরও বাড়ছে। বিদেশি পর্যটকরাও আসছেন। দিঘাকে আপনারা এবার অন্য রূপে দেখতে পাবেন।
advertisement
2/8
এক কোটি মন্ত্রোচ্চারণে জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হবে বিশেষ উপাচারে। তারপর হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সোমবার দুপুরেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক কোটি মন্ত্রোচ্চারণে জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হবে বিশেষ উপাচারে। তারপর হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সোমবার দুপুরেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/8
কার্যত আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, ‘"দিঘায় মন্দিরের কাজ খুব ভাল হয়েছে। এখানে আগে প্রাণপ্রতিষ্ঠার কাজ হবে। তারপর হবে উদ্বোধন হবে। এখানে জগন্নাথ মন্দির গড়ে ওঠার ফলে নবীন প্রজন্ম, প্রবীণ মানুষজন সকলেরই একটা আধ্যত্মিকতার জায়গা তৈরি হল।"
কার্যত আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, ‘"দিঘায় মন্দিরের কাজ খুব ভাল হয়েছে। এখানে আগে প্রাণপ্রতিষ্ঠার কাজ হবে। তারপর হবে উদ্বোধন হবে। এখানে জগন্নাথ মন্দির গড়ে ওঠার ফলে নবীন প্রজন্ম, প্রবীণ মানুষজন সকলেরই একটা আধ্যত্মিকতার জায়গা তৈরি হল।"
advertisement
4/8
প্রভু জগন্নাথদেবকে স্বাগত জানাতে পুণ্য ক্ষেত্রে জোরকদমে চলছে হোমযজ্ঞ। তার সঙ্গে কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা মন্দিরচত্বর। উদ্বোধনের প্রাক্কালে পুরীর রাজেশ দ্বৈতাপতি এবং ইসকন প্রতিনিধি রাধারমন দাস পুজো পার্বণ ও হোমযজ্ঞ চালাচ্ছেন শাস্ত্রীয় আচার মেনেই।
প্রভু জগন্নাথদেবকে স্বাগত জানাতে পুণ্য ক্ষেত্রে জোরকদমে চলছে হোমযজ্ঞ। তার সঙ্গে কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা মন্দিরচত্বর। উদ্বোধনের প্রাক্কালে পুরীর রাজেশ দ্বৈতাপতি এবং ইসকন প্রতিনিধি রাধারমন দাস পুজো পার্বণ ও হোমযজ্ঞ চালাচ্ছেন শাস্ত্রীয় আচার মেনেই।
advertisement
5/8
"আজ, সোমবার দিঘায় হবে অশ্বযজ্ঞ। তার আগে দিঘায় পৌঁছে মুখ্যমন্ত্রীর বলেন, "দিঘায় সমুদ্র ছিল। সেখানে একটা জগন্নাথ মন্দির হলে তা সব পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হবে। এই ভাবনা থেকেই এখানে জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। আগামী দিনে এই দিঘার জগন্নাথ মন্দির আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হয়ে উঠবে।"
"আজ, সোমবার দিঘায় হবে অশ্বযজ্ঞ। তার আগে দিঘায় পৌঁছে মুখ্যমন্ত্রীর বলেন, "দিঘায় সমুদ্র ছিল। সেখানে একটা জগন্নাথ মন্দির হলে তা সব পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হবে। এই ভাবনা থেকেই এখানে জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। আগামী দিনে এই দিঘার জগন্নাথ মন্দির আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হয়ে উঠবে।"
advertisement
6/8
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "দিঘা হবে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র। এখানে সমুদ্র এবং জগন্নাথ মন্দির দুই-ই আছে। এখন দেখব সব কাজ কেমন হয়েছে। বহু পর্যটক এখানে ইতিমধ্যেই এসে গিয়েছেন। পরে বিদেশ থেকেও পর্যটকরা আসবেন।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "দিঘা হবে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র। এখানে সমুদ্র এবং জগন্নাথ মন্দির দুই-ই আছে। এখন দেখব সব কাজ কেমন হয়েছে। বহু পর্যটক এখানে ইতিমধ্যেই এসে গিয়েছেন। পরে বিদেশ থেকেও পর্যটকরা আসবেন।"
advertisement
7/8
সূত্রের খবর, পুরীর সেবাইত রাজেশ দয়িতাপতি ও ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস আগামিকাল, মঙ্গলবার দেবেন পুণ্যাহুতি। বিকেল চারটে থেকে বিকেল ৫টা অবধি হবে এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন সেই সময়। গুপ্ত পুজোর মধ্যে দিয়েই হবে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। পুজোর উপাচারে আবাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, পুরীর সেবাইত রাজেশ দয়িতাপতি ও ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস আগামিকাল, মঙ্গলবার দেবেন পুণ্যাহুতি। বিকেল চারটে থেকে বিকেল ৫টা অবধি হবে এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন সেই সময়। গুপ্ত পুজোর মধ্যে দিয়েই হবে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। পুজোর উপাচারে আবাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
8/8
মমতা বলেন, "শুধু দিঘার মন্দির নয়, রাজ্য সরকার আরও একাধিক মন্দির তৈরি করেছে রাজ্য জুড়ে। সেগুলিকে ঘিরে যোগাযোগ বেড়েছে মানুষের মধ্যে। আবেগ আছে এই স্থাপত্য ঘিরেও। অনবদ্য এই স্থাপত্য। আমার বিশ্বাস দিঘায় এসে মানুষের ভাল লাগবে।"
মমতা বলেন, "শুধু দিঘার মন্দির নয়, রাজ্য সরকার আরও একাধিক মন্দির তৈরি করেছে রাজ্য জুড়ে। সেগুলিকে ঘিরে যোগাযোগ বেড়েছে মানুষের মধ্যে। আবেগ আছে এই স্থাপত্য ঘিরেও। অনবদ্য এই স্থাপত্য। আমার বিশ্বাস দিঘায় এসে মানুষের ভাল লাগবে।"
advertisement
advertisement
advertisement