

• ফের খুলে গেল নদিয়ার মায়াপুরের ইসকন মন্দির । প্রায় ১ মাস বন্ধ থাকার পর খুলল মন্দির । মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, এখন থেকে দিনে ২ বার করে খোলা হবে মন্দির।


• সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে মন্দির । আবার বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকবে ।


বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকবে ।• ভক্তরাও প্রবেশ করতে পারবেন মন্দিরে । তবে তাঁদের সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে তবে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে ।


• করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৯ অগস্ট থেকে বন্ধ হয়ে গিয়েছিল ইসকন মন্দির । মন্দিরের সমস্ত আবাসিক ভক্তদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। সে সময় দেখা যায়, আবাসিকদের অনেকের দেহেই করোনা অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে । অর্থাৎ তাঁরা হয়তো কোনও সময় করোনা আক্রান্ত হয়েছিলেন । তাই কোনওরকম ঝুঁকি না নিয়েই বন্ধ করা দেওয়া হয় মন্দির ।


• লকডাউনের পর আনলক পর্বে ১০৩ দিন পর গুরুপূর্ণিমা (৫ জুলাই) খুলেছিল ইসকন মন্দির । স্বাস্থ্যবিধি মেনেই পুজো আর দর্শনের ব্যবস্থা করা হয়েছিল ।


• মূল গেটে বসানো হয়েছিল থার্মাল স্ক্রিনিং । হাত স্যানিটাইজ করার ব্যবস্থা ছিল । মাস্ক ছিল বাধ্যতামূলক । মন্দিরের ভিতরে ৬ ফুট দূরত্ব বজায় রেখে ভক্তদের বসার ব্যবস্থা ছিল। মন্দির চত্বরে বেশিক্ষণ বসে থাকা, ধ্যান করা কিংবা শুয়ে প্রণাম করাও যাবে না বলে জানিয়েছিল ইসকন কর্তৃপক্ষ।