Indian Railways: আর কোনওভাবে মহিলা হেনস্তা বরদাস্ত নয়, নারী সুরক্ষায় দারুণ কড়া রেল, বেচাল দেখলেই পুড়ে দেওয়া হবে জেলে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Indian Railways: মহিলা যাত্রী নিরাপত্তায় আরো কঠোর ভারতীয় রেল, নিয়ম ভঙ্গকারী যাত্রীদের জেল জরিমানার মত পদক্ষেপ নিচ্ছে রেল
হাওড়া: মহিলা যাত্রীদের নিরাপত্তায় আরও জোরালো পদক্ষেপ রেলের৷ মহিলা কামরায় কোনও পুরুষ যাত্রী নয়। বিশেষত নিত্যযাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও কঠোর রেল। মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রেল । পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ) মহিলা যাত্রীদের নানাবিধ সমস্যা দূর করার পাশাপাশি সুরক্ষিত যাত্রা পরিষেবা সরবরাহ করতে মহিলা সুরক্ষার অধীনে একটি প্রচার শুরু করেছে। Photo- Representative
advertisement
২০২৪ সালের আগস্ট মাস জুড়ে পূর্ব রেলওয়ের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিত ভাবে নিখুঁত অভিযান চালায়। সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেফতার ও বিচার করে। এই এক মাসে রেলওয়ে আইনের ১৬২ ধারায় মোট ১,৭৭৪ জন অপরাধীকে গ্রেফতার ও মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা বন্ধ করতে, ৩,২৪,৪৫০/- জরিমানা আদায় করে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না। Photo- Representative
advertisement
নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে সেগুলি হল:ট্রেন এসকর্ট এবং নজরদারি: ১২টি মহিলা ইএমইউ স্পেশাল ট্রেন-সহ ৩৩৯টি ট্রেনে নিয়মিত যাতায়াত করেন আরপিএফ জওয়ানরা। ৭৪টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।নেটওয়ার্ক জুড়ে ১৭০ টি স্টেশনে মোট ৩,৮৯৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা ৮৭ টি স্টেশনে ২,২৬৫ টি ক্যামেরা মাধ্যমে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শিশু উদ্ধার ও পাচার বিরোধী অভিযান:অভাবী শিশুদের সাহায্য ও উদ্ধারের জন্য (হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা টাউন, ভাগলপুর, সাহেবগঞ্জ) ছয়টি চাইল্ড হেল্প ডেস্ক চালু রয়েছে। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন এবং জামালপুরে চারটি অতিরিক্ত হেল্প ডেস্ক স্থাপনের প্রক্রিয়া চলছে।শুধু আগস্ট মাসেই অপারেশন ১২৫ জন শিশুকে (৮৮ জন ছেলে ও ৩৭ জন মেয়ে) উদ্ধার করে পুনর্বাসনের জন্য শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।অপারেশন এএএইচটি (মানব পাচার রোধ)-এর অঙ্গ হিসেবে শিয়ালদহ, হাওড়া, মালদা টাউন এবং আসানসোলের আরপিএফ পোস্টগুলিতে ৭১টি বিশেষ দল গঠন করা হয়েছে। যারা আগস্ট মাসে ৯ জন কিশোরকে উদ্ধার ও ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে । Photo- Representative
advertisement
advertisement
এই সক্রিয় পদক্ষেপটি যে কোনও সম্ভাব্য দুর্বৃত্তকে প্রতিরোধ করে এবং যাত্রীরা তাদের ভ্রমণের সময় যাতে নিরাপদ বোধ করে তা সুনিশ্চিত করে।পূর্ব রেলওয়ে মহিলা ও শিশু যাত্রীদের উপর বিশেষ আলোকপাত করেছে যা যাত্রীদের সুরক্ষা মর্যাদা এবং স্বাচ্ছন্দ্যভাব বজায় রাখার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত। Photo- Representative Input- Rakesh Maity