Indian Railways: পুজোয় রেলের ঢালাও উপহার! দিঘা-পুরী রুটে দৌড়বে নয়া ১২ ট্রেন! কবে, কখন ছাড়বে, কোথায় দাঁড়াবে? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indian Railways: উৎসবের মরশুমে খুশির খবর। যাত্রীদের সুবিধার্থে এক ডজন (১২টি) স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল। সবকটি ট্রেনই দূরপাল্লার। টিকিট নিয়ে সমস্যা যাতে আর সমস্যা না হয় তার জন্য এই বিশেষ সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের।
*পুজোর ছুটি প্রায় এক মাস। এই ছুটিতে সৈকত শহর দিঘা কিংবা ওড়িশা ঘুরতে যাবেন? ট্রেনের টিকিট পাচ্ছেন না? যাত্রীদের কথা ভেবে ট্রেনে যাতায়াত আরও সহজ করছে রেল। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের উদ্যোগে একাধিক স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বাড়ান হয়েছে ইতিমধ্যেই। যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় এক ডজন ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল।
advertisement
*উৎসবের মরশুমে খুশির খবর। দিঘা, ওড়িশা যাওয়ার সুবিধা করে দিচ্ছে রেল। যাত্রীদের সুবিধার্থে এক ডজন (১২টি) স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল। সবকটি ট্রেনই দূরপাল্লার। টিকিট নিয়ে সমস্যা যাতে আর সমস্যা না হয় তার জন্য এই বিশেষ সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। দক্ষিণ-পূর্ব রেলে খড়গপুর ডিভিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সুখবর দেওয়া হয়েছে।
advertisement
*বিজ্ঞপ্তি অনুযায়ী, হাতিয়া–দুর্গ স্পেশ্যাল (০৮১৮৫) চলবে ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। একইসঙ্গে দুর্গ–হাতিয়া স্পেশ্যাল ট্রেন (০৮১৮৬) চলবে ৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর। শালিমার–ভঞ্জপুর স্পেশ্যাল (০৮০০৭) ১৮ সেপ্টেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। অন্যদিকে, ভঞ্জপুর–শালিমার স্পেশ্যাল (০৮০০৮) ২০ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
advertisement
advertisement
*সাঁতরাগাছি-দিঘা এবং দিঘা-সাঁতরাগাছি রুটের অপর দু'টি স্পেশ্যাল ট্রেনের (০২৮৯৭, ০২৮৯৮) মেয়াদ বাড়ান হচ্ছে। ওই দু'টি ট্রেন ৫ অক্টোবর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চালান হবে। সেইসঙ্গেই শালিমার-পুরী স্পেশ্যাল (০২৮৩৯) ২১ সেপ্টেম্বর থেকে ২৮ ডিসেম্বর এবং পুরী-শালিমার স্পেশ্যাল (০২৮৪০) ২২ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
advertisement