IMD West Bengal Weather: ঝেঁপে আসছে...! বুধবার থেকে রবিবার আবহাওয়ার চরম সতর্কতা দক্ষিণবঙ্গে! কী হবে উত্তরে? মহা সতর্কবাণী আলিপুরের

Last Updated:
IMD West Bengal Weather: গোটা রাজ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তার জেরেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ফের প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে।
1/21
গোটা রাজ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তার জেরেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ফের প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে।
গোটা রাজ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তার জেরেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ফের প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
2/21
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার মূলত মেঘলা আকাশ। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে প্রায় সর্বত্রই। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার মূলত মেঘলা আকাশ। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে প্রায় সর্বত্রই। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
3/21
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং ও আলিপুরদুয়ারে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং ও আলিপুরদুয়ারে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/21
কার্যত চলতি সপ্তাহের ফের দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে। ধস পরিস্থিতি দেখা দিয়েছিল একাধিক এলাকায়। নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কার্যত চলতি সপ্তাহের ফের দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে। ধস পরিস্থিতি দেখা দিয়েছিল একাধিক এলাকায়। নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
5/21
এদিকে মৌসুমী বায়ু দ্রুত এগোচ্ছে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা ছাড়া দেশের সব অংশেই মৌসুমী বায়ু সক্রিয়। আগামী দু'দিনে সারা দেশই মৌসুমী বায়ু কভার করবে। নির্ধারিত সময়ের আগেই দেশজুড়ে মৌসুমী বায়ু বিস্তার নেবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।
এদিকে মৌসুমী বায়ু দ্রুত এগোচ্ছে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা ছাড়া দেশের সব অংশেই মৌসুমী বায়ু সক্রিয়। আগামী দু'দিনে সারা দেশই মৌসুমী বায়ু কভার করবে। নির্ধারিত সময়ের আগেই দেশজুড়ে মৌসুমী বায়ু বিস্তার নেবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
6/21
মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, শীর্ষা, কুরুক্ষেত্র, রাজপুরা, লুধিয়ানার উপর দিয়ে বিস্তৃত। আগামী দুদিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে।
মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, শীর্ষা, কুরুক্ষেত্র, রাজপুরা, লুধিয়ানার উপর দিয়ে বিস্তৃত। আগামী দুদিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে।
advertisement
7/21
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকতে চলেছে আগামী কয়েকদিন। আজ মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম। বিক্ষিপ্ত ভাবে চলছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বুধবার থেকে শুক্রবারের মধ্যে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকতে চলেছে আগামী কয়েকদিন। আজ মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম। বিক্ষিপ্ত ভাবে চলছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বুধবার থেকে শুক্রবারের মধ্যে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
8/21
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে।
advertisement
9/21
আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি চলবে দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এবং বাঁকুড়া জেলায়।
আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি চলবে দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এবং বাঁকুড়া জেলায়।
advertisement
10/21
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়।
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়।
advertisement
11/21
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূল ও পূর্বের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে।
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূল ও পূর্বের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
12/21
শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে।
শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে।
advertisement
13/21
=বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
=বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
14/21
উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ফের প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ফের প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
15/21
মঙ্গলবার দোসরা জুলাই দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়।
মঙ্গলবার দোসরা জুলাই দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়।
advertisement
advertisement
advertisement