IMD Weather Update: ধেয়ে আসছে 'অশনি'...! শরতেও একনাগাড়ে ঝড়-বৃষ্টি-বজ্রপাত, 'তোলপাড়' হবে জেলার পর জেলা, পুজোতে কি থামবে দুর্যোগ? আবহাওয়ার বড় খবর
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
IMD Weather Update: সপ্তাহের মাঝে আবহাওয়ার ভোলবদল, বদলে গেল আকাশের ছবি। পুজোর আগেও প্রস্তুতিতে সমস্যা। টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও হালকা বৃষ্টির পূর্বাভাস হয়েছে।
গণেশ পুজোর দিন জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির কথা জানিয়েছিল হাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে দুই মেদিনীপুর জেলাজুড়ে। সপ্তাহের মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে স্থানীয় হওয়া অফিস। যখন তখন আকাশে শরতের মেঘ দেখা গেলেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বৃহস্পতিবারও জেলায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। অন্যান্য বছরে তুলনায় এ বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি। মঙ্গলবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হলেও চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই জেলায়। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
ইতিমধ্যেই আবহাওয়ার বেশ উন্নতি হয়েছে দিঘাতেও। বৃহস্পতিবার সারাদিন মেঘলা আকাশ থাকবে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। শুধু তাই নয়, উপকূলবর্তী দিঘা, শঙ্করপুর, মন্দারমণিতেও একই আবহাওয়া বজায় থাকবে। তবে বৃহস্পতিবারের পর কিছুটা হলেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রী এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি। একই পরিস্থিতি বজায় থাকবে পূর্ব মেদিনীপুরের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাতে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলাতেও সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা যত গড়াবে ততই বৃষ্টির শঙ্কা থাকছে। তবে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটা ঊর্ধ্বমুখী বলে জানা গিয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি। জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
