রুই-কাতলায় ‘অরুচি’, কিলো কিলো ইলিশ-পমফ্রেট লুটে-পুটে নিয়ে উধাও চোর
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Ilish: প্রায় সাত থেকে আট জন মাছ ব্যবসায়ীর মাছের পেটি থেকে উধাও প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ইলিশ মাছ। তবে বড়লোক চোর ড্রেনের পাশে ফেলে রেখে গেছে রুই কাতলা মাছ কারণ তাদের পেটে ডিম।
এবার প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ইলিশ, পমফ্রেট কাতলা এবং অন্যান্য দামি মাছ চুরি শান্তিপুর নতুনহাট পৌরবাজার মাছ বাজার থেকে। শান্তিপুর পৌরসভার অন্তর্গত শান্তিপুর নতুনহাট পৌর বাজারে মাছ বাজারে দেদার মাছ লুঠের ঘটনায় পথে বসার জোগাড় সেখানকার প্রায় ৮-১০ জন মাছ ব্যবসায়ীর। বাজারে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ধরা গেল না চোরকে। প্রশাসন প্রতিনিয়ত এলাকা দিয়ে টহলদারিতে যাওয়া-আসা থাকলেও ঘটে গেল এই বিপত্তি!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









