Husband and Wife: ৯ মাস আগেই বউ স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে এসেছিল, এবার তাই শ্বশুরবাড়ির সামনে ধরনা ‘বউ চাই-বউ দাও’

Last Updated:
Husband and Wife: 'বউ চাই, বউ দাও' বারাসাতে শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় স্বামী! বউ কি বলছে জানেন
1/5
উত্তর ২৪ পরগনা: না এ কোনও রাজনৈতিক দলের প্রতিবাদ-বিক্ষোভ এর ধর্না নয়। বরং এটি এক অসহায় স্বামীর-  স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার আকুতি। স্ত্রী চাই, স্ত্রী দাও- প্লেকার্ড নিয়ে শ্বশুরবাড়ির সামনেই ধরনায় বসে পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতের অশ্বিনী পল্লীতে। ধর্নায় বসা ওই ব্যক্তির নাম বেচারাম মন্ডল। বাড়ি বাদুড়িয়ায়। Photo- Representative 
উত্তর ২৪ পরগনা: না এ কোনও রাজনৈতিক দলের প্রতিবাদ-বিক্ষোভ এর ধর্না নয়। বরং এটি এক অসহায় স্বামীর-  স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার আকুতি। স্ত্রী চাই, স্ত্রী দাও- প্লেকার্ড নিয়ে শ্বশুরবাড়ির সামনেই ধরনায় বসে পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতের অশ্বিনী পল্লীতে। ধর্নায় বসা ওই ব্যক্তির নাম বেচারাম মন্ডল। বাড়ি বাদুড়িয়ায়। Photo- Representative
advertisement
2/5
প্রায় ১৫ বছর আগে টিনামনি মন্ডলের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুটি সন্তান-. এক ছেলে ও এক মেয়ে। অভিযোগ, প্রায় নয় মাস আগে হঠাৎই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান টিনামনি। সেই থেকেই স্ত্রী ও সন্তানদের মুখ দেখা হয়নি বেচারামের। Photo- Representative (AI)
প্রায় ১৫ বছর আগে টিনামনি মন্ডলের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুটি সন্তান-. এক ছেলে ও এক মেয়ে। অভিযোগ, প্রায় নয় মাস আগে হঠাৎই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান টিনামনি। সেই থেকেই স্ত্রী ও সন্তানদের মুখ দেখা হয়নি বেচারামের। Photo- Representative (AI)
advertisement
3/5
পরিবারকে ফিরে পেতে একাধিকবার থানায় অভিযোগ করেছেন তিনি, এমনকি শ্বশুরবাড়িতেও গিয়েছেন বারবার, তবু কোনও ফল মেলেনি। শেষমেশ বুধবার সকালে অশ্বিনী পল্লীতে শ্বশুরবাড়ির সামনে বসে পড়েন ধর্নায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেচারামের দাবি, স্ত্রী মাঝেমধ্যেই বাপের বাড়ি চলে আসে নিজের সংসার ছেড়ে। তা নিয়েই তৈরি হয় সমস্যা।
পরিবারকে ফিরে পেতে একাধিকবার থানায় অভিযোগ করেছেন তিনি, এমনকি শ্বশুরবাড়িতেও গিয়েছেন বারবার, তবু কোনও ফল মেলেনি। শেষমেশ বুধবার সকালে অশ্বিনী পল্লীতে শ্বশুরবাড়ির সামনে বসে পড়েন ধর্নায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেচারামের দাবি, স্ত্রী মাঝেমধ্যেই বাপের বাড়ি চলে আসে নিজের সংসার ছেড়ে। তা নিয়েই তৈরি হয় সমস্যা।
advertisement
4/5
কিছুদিন আগে স্ত্রী টিনামনি গলব্লাডার স্টোনের সমস্যায় হাসপাতালে ভর্তি হন। অপারেশনের জন্য ৫৩ হাজার টাকা দেন তিনি। তবুও স্ত্রী তাঁর কাছে ফেরেননি। প্রায় নয় মাস ধরে দুই সন্তানের মুখ দেখেননি বলেও দাবি এই বাবার। Photo- Representative (AI)
কিছুদিন আগে স্ত্রী টিনামনি গলব্লাডার স্টোনের সমস্যায় হাসপাতালে ভর্তি হন। অপারেশনের জন্য ৫৩ হাজার টাকা দেন তিনি। তবুও স্ত্রী তাঁর কাছে ফেরেননি। প্রায় নয় মাস ধরে দুই সন্তানের মুখ দেখেননি বলেও দাবি এই বাবার। Photo- Representative (AI)
advertisement
5/5
অন্যদিকে, স্ত্রী টিনামনির বক্তব্য, ১৪-১৫ বছর সংসার করেও প্রতিদিন মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে। আর সহ্য করতে না পেরে স্বামীকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সঙ্গে আর কোনও ভাবেই ঘর করতে চান না। এখন দেখার বিষয়, এই ধর্না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। এমন ঘটনা দেখে অবাক এলাকাবাসীরাও।  Photo- Representative Input- Rudra Narayan Roy
অন্যদিকে, স্ত্রী টিনামনির বক্তব্য, ১৪-১৫ বছর সংসার করেও প্রতিদিন মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে। আর সহ্য করতে না পেরে স্বামীকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সঙ্গে আর কোনও ভাবেই ঘর করতে চান না। এখন দেখার বিষয়, এই ধর্না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। এমন ঘটনা দেখে অবাক এলাকাবাসীরাও।  Photo- Representative Input- Rudra Narayan Roy
advertisement
advertisement
advertisement