Tarapith News: নতুন বছরে সমৃদ্ধির প্রার্থণায় ভক্তরা, তারাপীঠে মায়ের সামনে প্রবল ভিড়

Last Updated:
Tarapith News: রাত পোহালেই নতুন বছর! ভালো কিছুর আশায় হাজার হাজার ভক্তের ভিড় তারাপীঠে
1/6
 : ইংরাজি বছর ২০২৩- র শেষ দিনে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মত। সকলের আশা হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এ যেন সব ভাল হয়৷  জেলা,  রাজ্য, দেশের নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষের ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দির চত্বরে।রবিবার ছুটির দিন থাকার কারণে পর্যটকদের ঢল তুলনামূলক এমনিতেই বেশি রয়েছে এদিন তারাপীঠ মন্দিরে। ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য মূল গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
 : ইংরাজি বছর ২০২৩- র শেষ দিনে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মত। সকলের আশা হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এ যেন সব ভাল হয়৷  জেলা,  রাজ্য, দেশের নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষের ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দির চত্বরে।রবিবার ছুটির দিন থাকার কারণে পর্যটকদের ঢল তুলনামূলক এমনিতেই বেশি রয়েছে এদিন তারাপীঠ মন্দিরে। ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য মূল গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
advertisement
2/6
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। তিনি জানান, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরের মত এই বছরও পর্যটকদের ঢল নেমেছে তারাপীঠ চত্বরে। সারা ভারত থেকে ভিড় এই তারাপীঠ মন্দির জুড়ে। শুধু যে ভারতের লোক সেটা নয়, ভারতের  বাইরে থেকেও বিভিন্ন পর্যটকরা এসেছেন মা তারার দর্শনের জন্য।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। তিনি জানান, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরের মত এই বছরও পর্যটকদের ঢল নেমেছে তারাপীঠ চত্বরে। সারা ভারত থেকে ভিড় এই তারাপীঠ মন্দির জুড়ে। শুধু যে ভারতের লোক সেটা নয়, ভারতের  বাইরে থেকেও বিভিন্ন পর্যটকরা এসেছেন মা তারার দর্শনের জন্য।
advertisement
3/6
তবে এত পরিমান ভক্তের সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। এর পাশাপাশি তারাপীঠ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে জলের ব্যবস্থা করা রয়েছে।
তবে এত পরিমান ভক্তের সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। এর পাশাপাশি তারাপীঠ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে জলের ব্যবস্থা করা রয়েছে।
advertisement
4/6
এছাড়াও দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের মধ্যে। আর পুজো দেওয়ার লাইন যাতে ঠিকভাবে পরিচালনা করা হয় এবং যাতে বেশি গর্ভ গৃহের মধ্যে ভিড় না জমে সেই কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।
এছাড়াও দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের মধ্যে। আর পুজো দেওয়ার লাইন যাতে ঠিকভাবে পরিচালনা করা হয় এবং যাতে বেশি গর্ভ গৃহের মধ্যে ভিড় না জমে সেই কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।
advertisement
5/6
তবে টানা বেশ কয়েকদিন ট্রেন বন্ধের ফলে অন্যান্য বছরে তুলনায় কিছুটা হলেও দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। যদি রেললাইন পরিষেবা ঠিকঠাক থাকত তাহলে এই ভিড় দ্বিগুণ হতে পারত বলে মনে করছে মন্দির কমিটি।
তবে টানা বেশ কয়েকদিন ট্রেন বন্ধের ফলে অন্যান্য বছরে তুলনায় কিছুটা হলেও দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। যদি রেললাইন পরিষেবা ঠিকঠাক থাকত তাহলে এই ভিড় দ্বিগুণ হতে পারত বলে মনে করছে মন্দির কমিটি।
advertisement
6/6
সোমবার ১ জানুয়ারি উপলক্ষ্যে এই ভিড় আরওদুই থেকে তিনগুণ বাড়বে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। Input -Souvik Roy
সোমবার ১ জানুয়ারি উপলক্ষ্যে এই ভিড় আরওদুই থেকে তিনগুণ বাড়বে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। Input -Souvik Roy
advertisement
advertisement
advertisement