Tarapith News: নতুন বছরে সমৃদ্ধির প্রার্থণায় ভক্তরা, তারাপীঠে মায়ের সামনে প্রবল ভিড়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Tarapith News: রাত পোহালেই নতুন বছর! ভালো কিছুর আশায় হাজার হাজার ভক্তের ভিড় তারাপীঠে
: ইংরাজি বছর ২০২৩- র শেষ দিনে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মত। সকলের আশা হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এ যেন সব ভাল হয়৷ জেলা, রাজ্য, দেশের নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষের ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দির চত্বরে।রবিবার ছুটির দিন থাকার কারণে পর্যটকদের ঢল তুলনামূলক এমনিতেই বেশি রয়েছে এদিন তারাপীঠ মন্দিরে। ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য মূল গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
advertisement
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। তিনি জানান, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরের মত এই বছরও পর্যটকদের ঢল নেমেছে তারাপীঠ চত্বরে। সারা ভারত থেকে ভিড় এই তারাপীঠ মন্দির জুড়ে। শুধু যে ভারতের লোক সেটা নয়, ভারতের বাইরে থেকেও বিভিন্ন পর্যটকরা এসেছেন মা তারার দর্শনের জন্য।
advertisement
advertisement
advertisement
advertisement