Howrah News: গড়চুমুক মিনি জু'তে পছন্দের প্রাণী দত্তক নিতে পারেন আপনিও! 

Last Updated:
গড়চুমুক মিনি জু'তোপছন্দের প্রাণী দত্তক নিতে পারেন খুব সহজে, বাগরোল বন বিড়াল কুমির অজগর হরিণ সহ বিভিন্ন প্রাণী বাৎসরিক দত্তক নিতে আবেদন করতে পারেন অফলাইন বা অনলাইনে
1/5
গড়চুমুক মিনি জুতে দত্তক নিতে পারেন বন্য প্রাণী ! দেশের প্রাচীন আলিপুর চিড়িয়াখানায় থেকে দত্তক নেওয়া হয় পশু পাখি! একইভাবে হাওড়ার গড়চুমুক জুওলজিক্যাল পার্কে বার্ষিক খরচে দত্তক নেওয়া যেতে পারে।
গড়চুমুক মিনি জুতে দত্তক নিতে পারেন বন্য প্রাণী ! দেশের প্রাচীন আলিপুর চিড়িয়াখানায় থেকে দত্তক নেওয়া হয় পশু পাখি! একইভাবে হাওড়ার গড়চুমুক জুওলজিক্যাল পার্কে বার্ষিক খরচে দত্তক নেওয়া যেতে পারে।
advertisement
2/5
বর্তমান সময়ে পশু পাখিদের আরও বেশি যত্ন পৌঁছে দিতে বিভিন্ন সংস্থা এবং বহু মানুষ এগিয়ে এসেছেন। বাৎসরিক খরচ ভার গ্রহণ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করা। হাওড়ার গড়চুমুক জুওলজিক্যাল পার্কেও রয়েছে সেই সুযোগ।
বর্তমান সময়ে পশু পাখিদের আরও বেশি যত্ন পৌঁছে দিতে বিভিন্ন সংস্থা এবং বহু মানুষ এগিয়ে এসেছেন। বাৎসরিক খরচ ভার গ্রহণ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করা। হাওড়ার গড়চুমুক জুওলজিক্যাল পার্কেও রয়েছে সেই সুযোগ।
advertisement
3/5
এখানে ফিশিং ক্যাট, বন বিড়াল, ইগুয়ানা কচ্ছপ হরিন সজারু সহ বিভিন্ন পশু পাখি রয়েছে। পশু পাখিদের দেখভালের সুবিধার্থে এই সমস্ত পশু পাখিদের দত্তক নিতে পারেন মানুষ।
এখানে ফিশিং ক্যাট, বন বিড়াল, ইগুয়ানা কচ্ছপ হরিন সজারু সহ বিভিন্ন পশু পাখি রয়েছে। পশু পাখিদের দেখভালের সুবিধার্থে এই সমস্ত পশু পাখিদের দত্তক নিতে পারেন মানুষ।
advertisement
4/5
হিমালয়ান ঝুটি বিহীন সজারু বার্ষিক ১৫হাজার টাকা, ফিশিং ক্যাট ও বন বিড়াল ৩০হাজার টাকা, হরিণ ১৫হাজার টাকা, নীল গাই ১৫হাজার টাকা, কুমির ১৫হাজার, ইন্ডিয়ান রক পাইথন ১০হাজার, কচ্ছপ ৫হাজার, গোসাপ ১০হাজার, ইগুয়ানা ১০হাজার টাকা।
হিমালয়ান ঝুটি বিহীন সজারু বার্ষিক ১৫হাজার টাকা, ফিশিং ক্যাট ও বন বিড়াল ৩০হাজার টাকা, হরিণ ১৫হাজার টাকা, নীল গাই ১৫হাজার টাকা, কুমির ১৫হাজার, ইন্ডিয়ান রক পাইথন ১০হাজার, কচ্ছপ ৫হাজার, গোসাপ ১০হাজার, ইগুয়ানা ১০হাজার টাকা।
advertisement
5/5
পশু দত্তক নিতে অনলাইন বা অফলাইনে আবেদন করা যায়। চিড়িয়াখানায় নামসহ পোস্টার লাগানো থাকে। এছাড়াও দত্তক কারীর পরিবারের এক বছরের বিনামূল্যে চিড়িয়াখানা বেড়ানোর সুযোগ থাকে। গড়চুমুক মিনিযুতে ২০২৩ সালে এই পশু দত্তক দেওয়া শুরু হয়।
পশু দত্তক নিতে অনলাইন বা অফলাইনে আবেদন করা যায়। চিড়িয়াখানায় নামসহ পোস্টার লাগানো থাকে। এছাড়াও দত্তক কারীর পরিবারের এক বছরের বিনামূল্যে চিড়িয়াখানা বেড়ানোর সুযোগ থাকে। গড়চুমুক মিনিযুতে ২০২৩ সালে এই পশু দত্তক দেওয়া শুরু হয়।
advertisement
advertisement
advertisement