Weekend Destination: নীল আকাশে মেঘের ভেলা, পানসি এগোয় মনকেমনের ঠিকানায়...ছোট্ট ছুটি কাটানোর সেরা ঠিকানা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Weekend Destination: নদীতে ভেসে বেড়াচ্ছে পাতার মতন নৌকা, নানা কাজে ব্যস্ত গ্রামের মানুষ, নদী এখানকার মানুষের জীবন জীবিকা, ছবির মত সাজানো মন ভাল করার স্থান
advertisement
advertisement
advertisement
advertisement
হাওড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিকেলে অনেকেই আসেন। শীত ও গ্রীষ্মে সর্বাধিক মানুষের উপস্থিতি হয় এখানে। নদী দু'পাশ জুড়ে যেন সাজানো চাষের জমি। গ্রামে প্রবেশ পথের দু'পাশারী নানা রকম ফসলের ক্ষেত গাছ গাছালি, অন্য অভিজ্ঞতার সঞ্চার হবে মনে। বিশেষ করে শহরের মানুষের কাছে আরও বেশি আকর্ষণের এই স্থান।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)