Howrah Botanical Garden: চা বাগান দেখতে আর যেতে হবে না পাহাড়! কলকাতার পাশেই বিখ্যাত এই জায়গায় গড়ে উঠছে চা বাগিচা

Last Updated:
বিভিন্ন প্রজাতির চায়ের গাছ লাগিয়ে চা বাগিচা তৈরির কাজ শুরু হয়েছে।
1/6
বিখ্যাত বটগাছ ছাড়াও আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে একাধিক আকর্ষণ রয়েছে। বিখ্যাত গোলাপবাগান, জলজ উদ্ভিদ প্ল্যান্ট, প্রকৃতির পথ বা নেচার ট্রেইল, বনজ ফলের বাগান, ভিক্টোরিয়া অ্যামাজনিকা বিশাল পাতার পদ্ম, বোটিং পরিষেবা এবং সম্প্রতি কাজ শুরু হয়েছে চা বাগিচা তৈরির। এছাড়াও রয়েছে বেশ কিছু আকর্ষণ।
বিখ্যাত বটগাছ ছাড়াও আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে একাধিক আকর্ষণ রয়েছে। বিখ্যাত গোলাপবাগান, জলজ উদ্ভিদ প্ল্যান্ট, প্রকৃতির পথ বা নেচার ট্রেইল, বনজ ফলের বাগান, ভিক্টোরিয়া অ্যামাজনিকা বিশাল পাতার পদ্ম, বোটিং পরিষেবা এবং সম্প্রতি কাজ শুরু হয়েছে চা বাগিচা তৈরির। এছাড়াও রয়েছে বেশ কিছু আকর্ষণ।
advertisement
2/6
বোটানিক্যাল গার্ডেনের বিশাল আকৃতির বটগাছ প্রধান আকর্ষণ হলেও নিরিবিলি শান্ত পরিবেশের এই উদ্যানে রয়েছে অসংখ্য প্রজাতির দেশি-বিদেশী গাছ। যা প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এই উদ্যান হল সর্বশ্রেষ্ঠ স্থান।
বোটানিক্যাল গার্ডেনের বিশাল আকৃতির বটগাছ প্রধান আকর্ষণ হলেও নিরিবিলি শান্ত পরিবেশের এই উদ্যানে রয়েছে অসংখ্য প্রজাতির দেশি-বিদেশী গাছ। যা প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এই উদ্যান হল সর্বশ্রেষ্ঠ স্থান।
advertisement
3/6
এছাড়াও সমস্ত বয়সের মানুষের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ। গোলাপবাগান অ্যাকোয়াটিক প্ল্যান্ট, ক্যাফেটেরিয়া, বোটিং ও ব্যাটারি চালিত গাড়ি। যার মাধ্যমে প্রায় সারা বছর বোটানিক্যাল গার্ডেনে আসার প্রবণতা দেখাচ্ছে সাধারন মানুষ।
এছাড়াও সমস্ত বয়সের মানুষের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ। গোলাপবাগান অ্যাকোয়াটিক প্ল্যান্ট, ক্যাফেটেরিয়া, বোটিং ও ব্যাটারি চালিত গাড়ি। যার মাধ্যমে প্রায় সারা বছর বোটানিক্যাল গার্ডেনে আসার প্রবণতা দেখাচ্ছে সাধারণ মানুষ।
advertisement
4/6
এছাড়াও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য নিরিবিলি ঘন জঙ্গলের মধ্যে প্রায় দুই কিলোমিটার প্রকৃতির পথ। গত প্রায় দুই বছর আগে শুরু হওয়া এই সুবিধা দারুণভাবে উপভোগ করছে মানুষ।
এছাড়াও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য নিরিবিলি ঘন জঙ্গলের মধ্যে প্রায় দুই কিলোমিটার প্রকৃতির পথ। গত প্রায় দুই বছর আগে শুরু হওয়া এই সুবিধা দারুণভাবে উপভোগ করছে মানুষ।
advertisement
5/6
গবেষণার কাজের পাশাপাশি সারা বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীরা এখানে প্রকৃতির পাঠ নিতে আসেন। আরও সহজে গাছের তথ্য পেতে গাছের পাশেই লাগানো হয়েছে কিউবার কোড। গাছের সামনে লাগানো কোড স্ক্যান করলেই জানা যাবে গাছের বিস্তারিত।
গবেষণার কাজের পাশাপাশি সারা বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীরা এখানে প্রকৃতির পাঠ নিতে আসেন। আরও সহজে গাছের তথ্য পেতে গাছের পাশেই লাগানো হয়েছে কিউবার কোড। গাছের সামনে লাগানো কোড স্ক্যান করলেই জানা যাবে গাছের বিস্তারিত।
advertisement
6/6
প্রাচীন ও বৃহৎ বটগাছের পাশেই বিভিন্ন প্রজাতির চায়ের গাছ লাগিয়ে চা বাগিচা তৈরির কাজ শুরু হয়েছে। দু-এক বছরের মধ্যে বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ হতে চলেছে এই চা বাগিচা।
প্রাচীন ও বৃহৎ বটগাছের পাশেই বিভিন্ন প্রজাতির চায়ের গাছ লাগিয়ে চা বাগিচা তৈরির কাজ শুরু হয়েছে। দু-এক বছরের মধ্যে বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ হতে চলেছে এই চা বাগিচা।
advertisement
advertisement
advertisement