Historical Bankura: বাঁকুড়ার মাচান- নামা! ইতিহাসের খনি জেলা জুড়ে ছড়িয়ে থাকা এই স্থাপত্য

Last Updated:
Historical Bankura: ওন্দা, বাঁকুড়ার মাচানতলা, ছাতনা থেকে গড় পঞ্চকট পর্যন্ত দেখা যায় এই মাচান গুলি।
1/6
বাঁকুড়ার মাচানতলাতেই রয়েছে একটি মাচান। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পশ্চিমে ইদগা মহল্লা প্রবেশ করতেই দেখা যাবে পুরোনো মাচানটি।
বাঁকুড়ার মাচানতলাতেই রয়েছে একটি মাচান। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পশ্চিমে ইদগা মহল্লা প্রবেশ করতেই দেখা যাবে পুরোনো মাচানটি।
advertisement
2/6
মাচান বা টাওয়ার গুলিকে বলা হয় “সিমাফোর টাওয়ার”। যখন টেলিগ্রাফ আবিষ্কার হয়নি তখন এই মাচান গুলি ব্যবহার করা হত বার্তা আদান প্রদানের জন্য।
মাচান বা টাওয়ার গুলিকে বলা হয় “সিমাফোর টাওয়ার”। যখন টেলিগ্রাফ আবিষ্কার হয়নি তখন এই মাচান গুলি ব্যবহার করা হত বার্তা আদান প্রদানের জন্য।
advertisement
3/6
ওন্দা, বাঁকুড়ার মাচানতলা, ছাতনা থেকে গড় পঞ্চকট পর্যন্ত দেখা যায় এই মাচান গুলি। মাচানতলায় অবস্থিত মাচানের ওপর ভিত্তি করেই নামকরণ হয় মাচানতলা।
ওন্দা, বাঁকুড়ার মাচানতলা, ছাতনা থেকে গড় পঞ্চকট পর্যন্ত দেখা যায় এই মাচান গুলি। মাচানতলায় অবস্থিত মাচানের ওপর ভিত্তি করেই নামকরণ হয় মাচানতলা।
advertisement
4/6
সাধারণত ৪০-৫০ ফুট উচ্চতার হতে থাকে মাচান। উপরের দিকে ক্রমশ সরু হতে থাকে এই মাচান।
সাধারণত ৪০-৫০ ফুট উচ্চতার হতে থাকে মাচান। উপরের দিকে ক্রমশ সরু হতে থাকে এই মাচান।
advertisement
5/6
ইতিহাস হবে সব সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্র্যাডিশনাল” তথ্য- প্রযুক্তি ব্যাবহার করে পাঠানো হত বার্তা।
ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্র্যাডিশনাল” তথ্য- প্রযুক্তি ব্যাবহার করে পাঠানো হত বার্তা।
advertisement
6/6
এই মাচানগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঁকুড়া জেলার এক টুকরো ইতিহাস।
এই মাচানগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঁকুড়া জেলার এক টুকরো ইতিহাস।
advertisement
advertisement
advertisement