Ilish Price: হুহু করে কমল দাম! মরশুমের শেষে বাঙালির পাতে ইলিশের জোয়ার, কত দামে বিক্রি হচ্ছে?

Last Updated:
Ilish Price: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে মিলছে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে ইলিশ মাছ। ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। 
1/8
*হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনও কথা নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। এতটা কম দামে ইলিশ এ বার বাজারে পাওয়া যাচ্ছে যে অনেকেই এত কমে হয়তো ইলিশ আগে কখনই কেনেনি। ফাইল ছবি। 
*হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনও কথা নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। এতটা কম দামে ইলিশ এ বার বাজারে পাওয়া যাচ্ছে যে অনেকেই এত কমে হয়তো ইলিশ আগে কখনই কেনেনি। ফাইল ছবি। 
advertisement
2/8
*মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে মিলছে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে ইলিশ মাছ। আর ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে ইলিশ মাছের জোগান দেখা দিতেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে। ফাইল ছবি। 
*মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে মিলছে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে ইলিশ মাছ। আর ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে ইলিশ মাছের জোগান দেখা দিতেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে। ফাইল ছবি। 
advertisement
3/8
*অগাস্টের তৃতীয় সপ্তাহে বৃষ্টি কম হলেও বর্তমানে বর্ষার মাঝামাঝি থেকেই একটু একটু করে বদলেছে ইলিশের মরশুম আর বাজার-দর। ফাইল ছবি। 
*অগাস্টের তৃতীয় সপ্তাহে বৃষ্টি কম হলেও বর্তমানে বর্ষার মাঝামাঝি থেকেই একটু একটু করে বদলেছে ইলিশের মরশুম আর বাজার-দর। ফাইল ছবি। 
advertisement
4/8
*ইলিশে গুঁড়ি আর পুবালি হাওয়ার দোসর হয়ে এসেছে ইলিশের জোয়ার। আর মৎস্যজীবিদের একাংশের দাবি, এই বছর আগের বারের তুলনায় ইলিশের জোগান বেড়েছে প্রায় পাঁচ গুণ। ফাইল ছবি। 
*ইলিশে গুঁড়ি আর পুবালি হাওয়ার দোসর হয়ে এসেছে ইলিশের জোয়ার। আর মৎস্যজীবিদের একাংশের দাবি, এই বছর আগের বারের তুলনায় ইলিশের জোগান বেড়েছে প্রায় পাঁচ গুণ। ফাইল ছবি। 
advertisement
5/8
*দুই বাংলাতেই বাজারগুলিতে দামও কমেছে ইলিশের। বাঙালির পাতে ইলিশ থাকলে আর কিছুই চাই না। তাই ইলিশ মাছ মিলছে এখন বাজারে। ফাইল ছবি। 
*দুই বাংলাতেই বাজারগুলিতে দামও কমেছে ইলিশের। বাঙালির পাতে ইলিশ থাকলে আর কিছুই চাই না। তাই ইলিশ মাছ মিলছে এখন বাজারে। ফাইল ছবি। 
advertisement
6/8
*বাজারে এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত ইলিশ মাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০-৫০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। ফাইল ছবি। 
*বাজারে এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত ইলিশ মাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০-৫০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। ফাইল ছবি। 
advertisement
7/8
*বর্তমানে মুর্শিদাবাদে বাংলাদেশের ইলিশ না আসায় কিছুটা বাজার মন্দা হলেও বাংলাদেশি রূপোলি শস্য এলে বাজারে আরও বেশি পরিমাণে ইলিশ বিক্রি হবে বলে মনে করছেন বিক্রেতারা। ফাইল ছবি। 
*বর্তমানে মুর্শিদাবাদে বাংলাদেশের ইলিশ না আসায় কিছুটা বাজার মন্দা হলেও বাংলাদেশি রূপোলি শস্য এলে বাজারে আরও বেশি পরিমাণে ইলিশ বিক্রি হবে বলে মনে করছেন বিক্রেতারা। ফাইল ছবি। 
advertisement
8/8
*ক্রেতারা জানাচ্ছেন, তাঁদের প্রিয় মাছ এখন বাজারে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে। তাই প্রায়ই মেনুতে এখন ইলিশ। তাই এখন শুধু ইলিশ আর ইলিশ খান। ফাইল ছবি।
*ক্রেতারা জানাচ্ছেন, তাঁদের প্রিয় মাছ এখন বাজারে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে। তাই প্রায়ই মেনুতে এখন ইলিশ। তাই এখন শুধু ইলিশ আর ইলিশ খান। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement