শুরু ইলিশের মরশুম। মরশুমের প্রথম ইলিশ ঢুকলো ডায়মন্ড হারবার আড়তে। প্রায় আড়াই থেকে তিন টন ইলিশ মাছ ঢুকেছে ডায়মন্ড হারবার আড়তে যার সাইজ ৪৫০ গ্রাম থেকে ৫০০ গ্রাম।
2/ 6
আড়তে পাইকারি দাম প্রতি কেজি ৬০০ টাকা করে। অবশ্য গত ৩ বছর জালে সেভাবে ইলিশ না পড়ায় মরসুমের প্রথম ইলিশ ঢোকাতে আশার আলো দেখছেন মৎস্যজীবী থেকে আড়তদারেরা।
3/ 6
মঙ্গলবার ১৪ জুন শেষ হয়েছে সামুদ্রিক মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা। ১৫ জুন থেকে শুরু হয়েছে ইলিশ (Hilsa) ধরার মরশুম। সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য গত ১৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা ছিল।
4/ 6
ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, সাগর, ডায়মন্ড হারবার, পাথরপ্রতিমার প্রায় তিন হাজার মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরা শুরু করেছেন মৎস্যজীবীরা।
5/ 6
সমুদ্রে মাছ ধরায় টানা ৬১ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে অবশেষে। খুশির মেজাজ মৎস্যজীবী মহলে। তাঁরা আরও খুশি, কারণ মরশুমের শুরুতেই কাতারে কাতারে ইলিশ ঢুকেছে আড়তে।
6/ 6
এই খবরে মৎস্যজীবীদের পাশাপাশি খুশি ইলিশ প্রেমী বাঙালিও। এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে মাছে ভাতে বাঙালি। বর্ষায় একথালা খিচুড়ি ও ইলিশ মাছ ভাজাতেই তো রয়েছে রসনা তৃপ্তির চাবিকাঠি।