Hilsha: দুই হাতে ধরতে পারবেন না! এতই বড় পেট মোটা ইলিশ! জাল টেনে তুলতে হিমশিম, বিক্রি হল সোনার দামে!

Last Updated:
কাকদ্বীপ বাজারে এল বিশালাকার ইলিশ মাছ। এই ইলিশ মাছ দেখে চক্ষু ছানাবড়া সকলের।
1/7
কাকদ্বীপ বাজারে এল বিশালাকার ইলিশ মাছ। প্রায় আড়াই কেজি ওজনের এই ইলিশ মাছ দেখে চক্ষু ছানাবড়া সকলের। এই ইলিশ মাছের দাম ৬ হাজার টাকা ছাড়িয়েছে। (নবাব মল্লিক)
কাকদ্বীপ বাজারে এল বিশালাকার ইলিশ মাছ। প্রায় আড়াই কেজি ওজনের এই ইলিশ মাছ দেখে চক্ষু ছানাবড়া সকলের। এই ইলিশ মাছের দাম ৬ হাজার টাকা ছাড়িয়েছে। (নবাব মল্লিক)
advertisement
2/7
প্রথমে ১২০০ টাকা কেজি দরে ডাক শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে টাকার অঙ্ক। শেষ পর্যন্ত নিলামে ওই ইলিশ মাছের দাম ওঠে কেজি প্রতি আড়াই হাজার টাকা।
প্রথমে ১২০০ টাকা কেজি দরে ডাক শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে টাকার অঙ্ক। শেষ পর্যন্ত নিলামে ওই ইলিশ মাছের দাম ওঠে কেজি প্রতি আড়াই হাজার টাকা।
advertisement
3/7
২০২২ এবং ২০২৩ সালে সর্বোচ্চ তিন কেজি ওজনের ইলিশ মাছ স্থানীয় বাজারে দেখা গিয়েছিল। এই মাছটি ছোট ডিঙি নৌকাতে ধরা পড়েছে।
২০২২ এবং ২০২৩ সালে সর্বোচ্চ তিন কেজি ওজনের ইলিশ মাছ স্থানীয় বাজারে দেখা গিয়েছিল। এই মাছটি ছোট ডিঙি নৌকাতে ধরা পড়েছে।
advertisement
4/7
স্থানীয় নদী থেকেই মৎস্যজীবীরা এতবড় ইলিশ মাছ ধরেছেন। ইলিশ সাধারণত ট্রলারে ধরা হয়। সুন্দরবন এলাকায় ছোট ডিঙি নৌকা নিয়েও অনেকে মাছ ধরেন।
স্থানীয় নদী থেকেই মৎস্যজীবীরা এতবড় ইলিশ মাছ ধরেছেন। ইলিশ সাধারণত ট্রলারে ধরা হয়। সুন্দরবন এলাকায় ছোট ডিঙি নৌকা নিয়েও অনেকে মাছ ধরেন।
advertisement
5/7
স্থানীয় নদীতে জাল ফেলে মাছ ধরেন অনেক মৎস্যজীবী। সেরকম ছোট ডিঙি নৌকা নিয়ে কাকদ্বীপের চার মৎস্যজীবী মুড়িগঙ্গা নদীতে গিয়েছিলেন মাছ ধরতে।
স্থানীয় নদীতে জাল ফেলে মাছ ধরেন অনেক মৎস্যজীবী। সেরকম ছোট ডিঙি নৌকা নিয়ে কাকদ্বীপের চার মৎস্যজীবী মুড়িগঙ্গা নদীতে গিয়েছিলেন মাছ ধরতে।
advertisement
6/7
সেখানেই তাদের জালে এই মাছ ধরা পড়ে‌।দেরি না করে সঙ্গে সঙ্গে তাঁরা ওই ইলিশ নিয়ে যান কাকদ্বীপের পালবাজারের একটি আড়তে।
সেখানেই তাদের জালে এই মাছ ধরা পড়ে‌।দেরি না করে সঙ্গে সঙ্গে তাঁরা ওই ইলিশ নিয়ে যান কাকদ্বীপের পালবাজারের একটি আড়তে।
advertisement
7/7
গতবছরেও ৩ কেজির উপর মাছ ধরা পড়েছিল। এবার এই প্রথম এল এত বড় মাছ। ফলে কিছুটা হলেও খুশি মৎস্যজীবীরা।
গতবছরেও ৩ কেজির উপর মাছ ধরা পড়েছিল। এবার এই প্রথম এল এত বড় মাছ। ফলে কিছুটা হলেও খুশি মৎস্যজীবীরা।
advertisement
advertisement
advertisement