বাস-অটোর জায়গা নিয়েছে নৌকা! টানা বৃষ্টিতে পরিবহণের ভোলবদল

Last Updated:
টানা বৃষ্টিতে কলেজ পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ, সবার জন্যই যাতায়াত করাটা বড় সমস্যার হয়ে দাঁড়িয়েছে। সেতু ও রাস্তাঘাট বহু জায়গায় জলে ডুবে থাকায় নৌকোই হচ্ছে একমাত্র ভরসা
1/6
এই টানা বৃষ্টিতে কলেজ পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ, সবার জন্যই যাতায়াত করাটা বড় সমস্যার হয়ে দাঁড়িয়েছে। সেতু ও রাস্তাঘাট বহু জায়গায় জলে ডুবে থাকায় নৌকোই হচ্ছে একমাত্র ভরসা।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
2/6
ঘাটাল মহকুমার বহু নদী ও খালে আবারও বাড়তে শুরু করেছে জলস্তর। টানা বৃষ্টিপাতের জেরে নদীর জল ফুলে-ফেঁপে উঠছে। ফলে নিচু এলাকাগুলিতে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
3/6
এই পরিস্থিতিতে মানুষের যাতায়াতের জন্য এলাকায় নৌকো চলাচল বেড়েছে কয়েকগুণ। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ পারাপারের জন্য নৌকোর উপর নির্ভর করছে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে নৌ পারাপারে ঝুঁকিও বাড়ছে।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
4/6
গ্রামীণ হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে গিয়ে রোগীদের ভোগান্তি চরমে উঠেছে। অ্যাম্বুলেন্স রাস্তা না পেয়ে মাঝপথে আটকে পড়ছে। ফলে অসুস্থ মানুষজনকে ঠিক সময়ে হাসপাতালে নিয়ে পৌঁছানোটা সম্ভব হচ্ছে না।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
5/6
স্থানীয় বাসিন্দা সন্তু ঘোষ বলেন, সেতু ও রাস্তাঘাট অনেক জায়গায় ডুবে থাকায় নৌকোই হচ্ছে যাতায়াতের একমাত্র ভরসা।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
6/6
প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে। তবে স্থানীয় বাসিন্দারা প্রতি বর্ষার এই জলবন্দি অবস্থার স্থায়ী সমাধান চান। নতুন সেতু ও উন্নত জলনিকাশী ব্যবস্থা গড়ে তোলার দাবী জানিয়েছেন। না হলে প্রতিবছরই একই দুর্ভোগ পোহাতে হবে বলে তাঁদের অভিমত।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]
advertisement
advertisement
advertisement