প্রথম দিনেই হিট তাঁত বস্ত্র মেলা! কিনতে হলে আসতে হবে এখানে

Last Updated:
ঝাড়গ্রামে চলছে প্রথম বর্ষ তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। ঝাড়গ্রাম জেলা পরিষদের উদ্যোগে সোমবার ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে শুরু হয়েছে এই মেলা
1/6
ঝাড়গ্রামে শুরু প্রথম বর্ষ তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। ঝাড়গ্রাম জেলা পরিষদের উদ্যোগে সোমবার ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে শুরু হয়েছে এই তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
2/6
আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, জেলা হস্ত তাঁত আধিকারিক তপন দে, মহকুমাশাসক শুভ্রজিৎ গুপ্তা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
3/6
আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁত শিল্পীরা তাঁদের হাতের তৈরি শাড়ি ও নানা সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
4/6
আসন্ন দুর্গোৎসবের আগে আয়োজিত এই প্রদর্শনী ও মেলা জমজমাট হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি ঝাড়গ্রামের মানুষকে মেলায় যোগ দেওয়ার আহ্বান জানান।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
5/6
তাঁতবস্ত্র ও অন্যান্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্যে রাজ্য সরকার নানারকম পদক্ষেপ নিচ্ছে। শিল্পী, শিল্পজাত সামগ্রী ও সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে অর্থনৈতিক প্রসার ঘটানো সরকারের লক্ষ্য।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
6/6
এখানে রয়েছে একাধিক তাঁত বস্ত্রের স্টল। শাড়ি, চুড়িদার পুরুষদের পাঞ্জাবির পাশাপাশি ঘর সাজানোর অন্যান্য জিনিস‌ও রয়েছে। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
advertisement
advertisement