Ganesh Chaturthi 2025: এবার ১২ ফুটের গণেশ প্রতিমায় নজর কাড়ছে ‘বাবুচা রাজা’

Last Updated:
South 24 Parganas News: এবার ১২ ফুটের গণেশ প্রতিমায় নজর কাড়ছে ‘বাবুচা রাজা’। এই গণেশ পুজো বেশ‌ কয়েক বছর ধরে চলে আসছে। তবে এ বছর ১২ ফুটের প্রতিমা নজর কেড়েছে সকলের।
1/6
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার ১২ ফুটের গণেশ প্রতিমায় নজর কাড়ছে ‘বাবুচা রাজা’। এই গণেশ পুজো বেশ‌ কয়েক বছর ধরে চলে আসছে। তবে এ বছর ১২ ফুটের প্রতিমা নজর কেড়েছে সকলের। ছবি ও তথ্য: নবাব মল্লিক
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার ১২ ফুটের গণেশ প্রতিমায় নজর কাড়ছে ‘বাবুচা রাজা’। এই গণেশ পুজো বেশ‌ কয়েক বছর ধরে চলে আসছে। তবে এ বছর ১২ ফুটের প্রতিমা নজর কেড়েছে সকলের। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
ইতিমধ্যে এই প্রতিমা ও মণ্ডপ সজ্জা দেখতে প্রচুর মানুষজন ভিড় করেছেন। এক সপ্তাহ ধরে এখানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।
ইতিমধ্যে এই প্রতিমা ও মণ্ডপ সজ্জা দেখতে প্রচুর মানুষজন ভিড় করেছেন। এক সপ্তাহ ধরে এখানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।
advertisement
3/6
এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। রায়দিঘির কাশীনগর এলাকায় এত বড় মাপের গণেশ পুজো আগে হয়নি।
এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। রায়দিঘির কাশীনগর এলাকায় এত বড় মাপের গণেশ পুজো আগে হয়নি।
advertisement
4/6
তবে জেলায় বেশ কয়েক বছর গণেশ পুজোর প্রচলন বাড়ছে। বিভিন্ন জায়গায় আগের থেকে গণেশ পুজো বেশি পরিমাণে হচ্ছে। ফলে গণেশ পুজোর চল বাড়ছে এলাকায়।
তবে জেলায় বেশ কয়েক বছর গণেশ পুজোর প্রচলন বাড়ছে। বিভিন্ন জায়গায় আগের থেকে গণেশ পুজো বেশি পরিমাণে হচ্ছে। ফলে গণেশ পুজোর চল বাড়ছে এলাকায়।
advertisement
5/6
তবে এবছর সমস্ত গণেশ পুজোকে ছাপিয়ে গিয়েছে ‘বাবুচা রাজার’ গণেশ পুজো। এখানে মানব্রত চক্রবর্তীর এই পুজো নজর কেড়েছে সকলের। পরের বছর আরও বড় পুজো করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে এবছর সমস্ত গণেশ পুজোকে ছাপিয়ে গিয়েছে ‘বাবুচা রাজার’ গণেশ পুজো। এখানে মানব্রত চক্রবর্তীর এই পুজো নজর কেড়েছে সকলের। পরের বছর আরও বড় পুজো করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
6/6
পুজো উপলক্ষ্যে আতশ বাজির প্রদর্শনী নজর কেড়েছে সকলের। প্রতিদিন সন্ধ্যা বেলায় এই আতশবাজির প্রদর্শনী চলবে। ফলে স্বাভাবিকভাবেই মানুষজন এখানে বেশি আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
পুজো উপলক্ষ্যে আতশ বাজির প্রদর্শনী নজর কেড়েছে সকলের। প্রতিদিন সন্ধ্যা বেলায় এই আতশবাজির প্রদর্শনী চলবে। ফলে স্বাভাবিকভাবেই মানুষজন এখানে বেশি আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement