Flower Festival: গাছের গোড়ায় ল্যাম্বরগিনি! গাড়ি দেখে থমকে যাচ্ছেন দর্শনার্থীরা, অভিনব চমকে বাঁকুড়া ফুলের মেলা জমে ক্ষীর
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Flower Festival: বাঁকুড়া অডিটোরিয়ামের প্রাঙ্গণে আয়োজিত এই ফুল মেলায় প্রবেশ করলেই চোখে পড়ে 'রঙের বন্যা'। আলাদা করে নজর কাড়ছে গাছের তলার 'ল্যাম্বরগিনি'!
চোখে পড়লেই থমকে যেতে হয়! গাছের গোড়ায় যেন লুকিয়ে রয়েছে একটি ল্যাম্বরগিনি! প্রথম দেখায় বিশ্বাস না হলেও, একটু ভাল করে তাকালেই বোঝা যায় এ এক অভিনব প্রদর্শনী। এমনই চমক দিয়ে শুরু হয়েছে বাঁকুড়ার ফুল মেলা, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের কৌতূহল ও বিস্ময়ের কেন্দ্রে পরিণত হয়েছে। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন ব্যানার্জি)
advertisement
বাঁকুড়া অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই ফুল মেলায় প্রবেশ করলেই চোখে পড়ে 'রঙের বন্যা'। চারিদিকে ছড়িয়ে রয়েছে নানা জাতের ফুল। বিশাল আকারের গোলাপ আলাদা করে দর্শকদের আকর্ষণ করছে। ফুলের সুবাস আর রঙের সমারোহে মেলার পরিবেশ এতটাই মনোরম, সাধারণ দর্শনার্থীর পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও বারবার থমকে দাঁড়াচ্ছেন।
advertisement
advertisement
advertisement
advertisement









