মাছ ধরার সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে পাটাতন ফেটে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল একটি মাছ ধরার ট্রলার (West Bengal News)। ট্রলারে থাকা ৪ মৎস্যজীবীকে জল থেকে উদ্ধার করে অন্য মৎস্যজীবী ট্রলার।
2/ 5
রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে ২৫ কিমি দূরে জলদাখাঁড়ির কাছে। ডুবে যাওয়া ট্রলারটির নাম মা অন্নপূর্ণা। এই ট্রলারটি ওই এলাকায় নোঙর করে মাছ ধরছিল।
3/ 5
রবিবার বিকেলে উত্তরে হাওয়ার দাপটে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। যার জেরে ট্রলারটির পাঠাতন ফেটে যায়। হু হু কর জল ঢুকতে থাকে। ট্রলারে ৪ জন মৎস্যজীবী ছিলেন। বাঁচার জন্য চিৎকার জুড়ে দেন।
4/ 5
পাশের ট্রলারের মৎস্যজীবীরা এসে ৪ জনকে উদ্ধার করেন। খবর পেয়ে সাগর উপকূল থানা ও মৎস্যজীবী ইউনিয়নের একটি ট্রলার ঘটনাস্থলে পৌঁছেছে। ডুবন্ত ট্রলারটিকে উদ্ধার করে তীরে আনা হচ্ছে। উদ্ধার ৪ মৎস্যজীবী সাগরের মহিষামারি এলাকার বাসিন্দা।
5/ 5
প্রসঙ্গত, গত বছর ঘূর্ণিঝড় জাওয়াদের কবল থেকে নিরাপদ আশ্রয় ফেরার সময় মাছ ধরার বড় ট্রলিং জাহাজের সঙ্গে সংঘর্ষে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছিল। সেটা অবশ্য বাংলাদেশের ঘটনা ছিল। এবার এ পার বাংলাতেও ঘটল একই ঘটনা।