বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দিঘার মৎস্য নীলাম কেন্দ্রের একাধিক দোকান, পুড়ে শেষ ১৫ লক্ষ টাকার ইলিশ
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মজুত করা বিশাল টাকার ইলিশও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইলিশ মরশুমে এমনিতেই ইলিশের অভাবে মাথা কুঁড়ছেন দিঘা মোহনার মৎস্যজীবি ও ব্যবসায়ীরা।
advertisement
প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। ১৯ টি দোকান প্রায় ভস্মীভূত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সঙ্গে মজুত করা বিশাল টাকার ইলিশও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইলিশ মরশুমে এমনিতেই ইলিশের অভাবে মাথা কুঁড়ছেন দিঘা মোহনার মৎস্যজীবি ও ব্যবসায়ীরা। তার ওপর গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আচমকা গভীর রাতে মোহনা মাছ বাজারের অগ্নিকাণ্ড, তাদের পথে বসানোর জোগাড় করেছে বলে আক্ষেপ স্থানীয়দের।
advertisement
advertisement