বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দিঘার মৎস্য নীলাম কেন্দ্রের একাধিক দোকান, পুড়ে শেষ ১৫ লক্ষ টাকার ইলিশ

Last Updated:
মজুত করা বিশাল টাকার ইলিশও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইলিশ মরশুমে এমনিতেই ইলিশের অভাবে মাথা কুঁড়ছেন দিঘা মোহনার মৎস্যজীবি ও ব্যবসায়ীরা।
1/4
 গভীর রাতেই হঠাৎই আগুন লাগে দিঘা মোহনার মৎস্য নীলাম কেন্দ্র ও বাজারের একাধিক দোকানে। আচমকা আগুন লাগার ঘটনায় মাঝ রাতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয় মানুষজন এবং দমকল বাহিনী কাজ শুরু করে। কোনও একটি দোকানে শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে ৷
গভীর রাতেই হঠাৎই আগুন লাগে দিঘা মোহনার মৎস্য নীলাম কেন্দ্র ও বাজারের একাধিক দোকানে। আচমকা আগুন লাগার ঘটনায় মাঝ রাতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয় মানুষজন এবং দমকল বাহিনী কাজ শুরু করে। কোনও একটি দোকানে শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে ৷
advertisement
2/4
প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। ১৯ টি দোকান প্রায় ভস্মীভূত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সঙ্গে মজুত করা বিশাল টাকার ইলিশও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইলিশ মরশুমে এমনিতেই ইলিশের অভাবে মাথা কুঁড়ছেন দিঘা মোহনার মৎস্যজীবি ও ব্যবসায়ীরা। তার ওপর গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আচমকা গভীর রাতে মোহনা মাছ বাজারের অগ্নিকাণ্ড, তাদের পথে বসানোর জোগাড় করেছে বলে আক্ষেপ স্থানীয়দের।
প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। ১৯ টি দোকান প্রায় ভস্মীভূত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সঙ্গে মজুত করা বিশাল টাকার ইলিশও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইলিশ মরশুমে এমনিতেই ইলিশের অভাবে মাথা কুঁড়ছেন দিঘা মোহনার মৎস্যজীবি ও ব্যবসায়ীরা। তার ওপর গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আচমকা গভীর রাতে মোহনা মাছ বাজারের অগ্নিকাণ্ড, তাদের পথে বসানোর জোগাড় করেছে বলে আক্ষেপ স্থানীয়দের।
advertisement
3/4
এদিন বিধ্বংসী আগুনে দিঘা মোহনার মৎস্য নীলাম কেন্দ্র এলাকার ১৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। মাছ দোকানের পাশাপাশি অন্যান্য আরও অনেক দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। তথ্য ও ছবি-SUJIT BHOWMIK
এদিন বিধ্বংসী আগুনে দিঘা মোহনার মৎস্য নীলাম কেন্দ্র এলাকার ১৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। মাছ দোকানের পাশাপাশি অন্যান্য আরও অনেক দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। তথ্য ও ছবি-SUJIT BHOWMIK
advertisement
4/4
লক্ষ লক্ষ টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় মানুষজনের চেষ্টা এবং দমকলের দুটি ইঞ্জিনের চার ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও, যা ক্ষতি হওয়ার সবই হয়ে গিয়েছে বলে পুলিশ। তথ্য ও ছবি-SUJIT BHOWMIK
লক্ষ লক্ষ টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় মানুষজনের চেষ্টা এবং দমকলের দুটি ইঞ্জিনের চার ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও, যা ক্ষতি হওয়ার সবই হয়ে গিয়েছে বলে পুলিশ। তথ্য ও ছবি-SUJIT BHOWMIK
advertisement
advertisement
advertisement