Weather Update: একটানা বৃষ্টিতে কালঘাম ছুটছে! জেলায় জেলায় কড়া দুর্যোগের মাঝে এবার 'বিরাট' আপডেট দিল হাওয়া অফিস... কমবে তো? নাকি আবার...
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
১৬ জুলাই বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। তবে বৃষ্টির পরিমাণ কম। দিঘা সহ জেলায় এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে।
advertisement
advertisement
আলিপুর হাওয়া অফিসের সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি হারিয়েছে। এই নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করবে। ফলে বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণ কমবে। তবে বৃষ্টি থামবে না।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে ধীরে ধীরে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনি থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।
advertisement
১৬ জুলাই বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। তবে বৃষ্টির পরিমাণ কম। দিঘা সহ জেলায় এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। দিঘা জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্য জেলার মতো দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।