Fantasy League Crorepati: রাস্তায় গাড়ি খারাপ হওয়াই বনবন করে ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা, চায়ের দোকানে অনলাইনে আইপিএল টিম বানিয়ে শুধু ৪ কোটি টাকাই নয়, পেলেন...

Last Updated:
4 crore prize money: মাজদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএলের একটি ফ্যান্টাসি গেমিং প্লাটফর্মে টিম তৈরি করে, তাতেই খুলে যায় ভাগ্য
1/4
সূত্রের খবর উত্তর ২৪ পরগনার বাগদার যুবক আনন্দ মণ্ডল নদিয়ার মাজদিয়ার আত্মীয় বাড়িতে বেড়াতে আসে, এরপর গাড়ি খারাপ হয়ে যায় রাস্তাতেই, এরপর গ্যারেজে গাড়ি সারাতে দিয়ে মাজদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএলের একটি ফ্যান্টাসি গেমিং প্লাটফর্মে টিম তৈরি করে৷ Photo- Representative
সূত্রের খবর উত্তর ২৪ পরগনার বাগদার যুবক আনন্দ মণ্ডল নদিয়ার মাজদিয়ার আত্মীয় বাড়িতে বেড়াতে আসে, এরপর গাড়ি খারাপ হয়ে যায় রাস্তাতেই, এরপর গ্যারেজে গাড়ি সারাতে দিয়ে মাজদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএলের একটি ফ্যান্টাসি গেমিং প্লাটফর্মে টিম তৈরি করে৷ Photo- Representative
advertisement
2/4
কিন্তু কিছু সময় যাওয়ার পর হঠাৎই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। উইনার হিসাবে পেয়ে যায় চার কোটি টাকা এবং সঙ্গে একটি চারচাকা গাড়িও!
কিন্তু কিছু সময় যাওয়ার পর হঠাৎই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। উইনার হিসাবে পেয়ে যায় চার কোটি টাকা এবং সঙ্গে একটি চারচাকা গাড়িও!
advertisement
3/4
স্বাভাবিকভাবেই এই দারুণ খবর পেয়ে আবেগ ধরে রাখতে পারিনি আনন্দ মন্ডল, প্রথমে মনের মধ্যে আতঙ্ক হলেও পরবর্তীতে সকলকে বিষয়টি জানায় সে৷
স্বাভাবিকভাবেই এই দারুণ খবর পেয়ে আবেগ ধরে রাখতে পারিনি আনন্দ মন্ডল, প্রথমে মনের মধ্যে আতঙ্ক হলেও পরবর্তীতে সকলকে বিষয়টি জানায় সে৷
advertisement
4/4
তার সমস্ত নথিপত্র নিয়ে ব্যাঙ্কে যোগাযোগ করার পর নির্দিষ্ট পরিমাণ ট্য বর্তমানে ওই যুবক চার কোটি টাকার মালিক। তারকাউন্টে ঢুকে যায় সমস্ত টাকা। এখন আকাশছোঁয়া স্বপ্ন আনন্দ মন্ডলের। সে ভাবতেই পারিনি তার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে। Input-  Mainak Debnath
তার সমস্ত নথিপত্র নিয়ে ব্যাঙ্কে যোগাযোগ করার পর নির্দিষ্ট পরিমাণ ট্য বর্তমানে ওই যুবক চার কোটি টাকার মালিক। তারকাউন্টে ঢুকে যায় সমস্ত টাকা। এখন আকাশছোঁয়া স্বপ্ন আনন্দ মন্ডলের। সে ভাবতেই পারিনি তার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে। Input-  Mainak Debnath
advertisement
advertisement
advertisement