Bankura News: কাঠের চাবির রিং হোক বা পাথরের ঘোড়া, পেঁচা! বাঁকুড়া এলে এইসব জিনিসপত্র কিনে নিয়ে যেতে একদম ভুলবেন না
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বাঁকুড়ার সব নজরকাড়া শিল্প। জানলে অবাক হতে হবে আপনাকে। জেনে রাখুন পরে উপহার হিসেবে কিনতে আপনার সুবিধা হবে।
advertisement
advertisement
advertisement
বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় একটি প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে হাজার হাজার বছর ধরে তৈরি ও ব্যবহৃত একাধিক পাথরের নিদর্শনের প্রমাণ রয়েছে। সেই প্রত্নতাত্ত্বিক সিগনিফিকেন্স এখন রূপান্তরিত হয়েছে আধুনিক কারুশিল্প যেমন পাত্র, অ্যাশ-ট্রে, ধূপের স্ট্যান্ড, দেব-দেবীর ভাস্কর্য, পেঁচা, ঘোড়া এবং অসংখ্য নিদর্শন দেখতে পাবেন। পাথরের গুঁড়ো দিয়ে তৈরি হয় এইসব।
advertisement
advertisement
বাঁকুড়া শহরে যদি এসেছেন, তাহলে অবশ্যই একবার সকাল সকাল চলে আসুন বাঁকুড়া দুই নম্বর ব্লকের হেভিরমোড় পেরিয়ে বিকনা গ্রামে। এখানে রয়েছে ডোকরা শিল্পীদের মডেল গ্রাম, ৮৫টি পরিবার এবং ২৫০ জন শিল্পী। এই গ্রামে এলে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত দেখতে পাবেন তাদের কর্মব্যস্ততা এবং প্রাচীন ডোকরা শিল্পের খুঁটিনাটি। পুনরুজ্জীবিত হবে আপনার শিল্পপৃষ্ঠপোষকতা।
advertisement






