সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা কালনায়, স্কুটির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা, তিন জনের মৃত্যুতে নিঃস্ব পরিবার
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
কালনায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল বাবা, মেয়ে এবং মামাতো বোনের!
advertisement
জানা গিয়েছে, নাদনঘাট থানার ধামাই এলাকার বাসিন্দা ফরজ মল্লিক তাঁর মেয়ে নুরজাহান খাতুন এবং নুরজাহানের মামাতো বোন ফারহানা খাতুনকে নিয়ে স্কুটিতে চড়ে কালনা মহকুমা হাসপাতালে ডাক্তার দেখাতে আসছিলেন। বড় স্বরাজপুরের কাছে নবদ্বীপ–কৃষ্ণনগরগামী একটি বাসের সঙ্গে তাঁদের স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ফরজ মল্লিক এবং মেয়ে নুরজাহান খাতুন। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement