DVC flood situation: বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Last Updated:
DVC Water release: জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১,৪৯,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি।
1/5
জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১,৪৯,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা।
জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১,৪৯,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা।
advertisement
2/5
নিম্নচাপের বৃষ্টির জেরে ডিভিসির দুই জলাধারে জল বাড়ছে। তাই ডিভিসি এই দুই জলাধার মাইথন ও পঞ্চায়েত জল ছাড়া শুরু করে।
নিম্নচাপের বৃষ্টির জেরে ডিভিসির দুই জলাধারে জল বাড়ছে। তাই ডিভিসি এই দুই জলাধার মাইথন ও পঞ্চায়েত জল ছাড়া শুরু করে।
advertisement
3/5
সোমবার সন্ধ্যে থেকেই মাইথন জলাধার থেকেই জল ছাড়া শুরু হয়। সেটা বারতে বারতে ১ লাখ কিউসেকে দাঁড়ায়।
সোমবার সন্ধ্যে থেকেই মাইথন জলাধার থেকেই জল ছাড়া শুরু হয়। সেটা বারতে বারতে ১ লাখ কিউসেকে দাঁড়ায়।
advertisement
4/5
অন্যদিকে, পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার ৪৯০০০ কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলাধারের জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যরেজে পৌঁছায়। ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমান বেরেছে।
অন্যদিকে, পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার ৪৯০০০ কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলাধারের জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যরেজে পৌঁছায়। ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমান বেরেছে।
advertisement
5/5
ডিভিসি জানিয়েছে, নিম্নচাপের জন্য আসানসোল-দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে শানিবার থেকে অনবরত বৃষ্টি শুরু হয়েছে। তার জন্য জল ছাড়ার পরিমান বাড়ানো হয়েছে।
ডিভিসি জানিয়েছে, নিম্নচাপের জন্য আসানসোল-দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে শানিবার থেকে অনবরত বৃষ্টি শুরু হয়েছে। তার জন্য জল ছাড়ার পরিমান বাড়ানো হয়েছে।
advertisement
advertisement
advertisement