ননদ বৌদির টক ঝাল সম্পর্ক! গারুলিয়াতে এবার চুড়ির আকারের রাখি

Last Updated:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকল ধর্মের মেলবন্ধন এর কারণেই রাখি উৎসবের প্রচলন করেছিলেন, তাই আজও ভাই বোনের অটুট বন্ধনের উৎসব রাখি বন্ধন পালিত হয় গোটা দেশ জুড়ে। তাই রাখি যদি পালন হয় তার পসরা তো বসাতেই হবে! বর্তমানে সারাদেশের পাশাপাশি রংবেরঙের হরেক রকমের নতুনত্ব ডিজাইনের রাখির সম্ভার নিয়ে পসরায় সেজে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল।
1/5
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকল ধর্মের মেলবন্ধন এর কারণেই রাখি উৎসবের প্রচলন করেছিলেন, তাই আজও ভাই বোনের অটুট বন্ধনের উৎসব রাখি বন্ধন পালিত হয় গোটা দেশ জুড়ে। তাই রাখি যদি পালন হয় তার পসরা তো বসাতেই হবে! বর্তমানে সারাদেশের পাশাপাশি রংবেরঙের হরেক রকমের নতুনত্ব ডিজাইনের রাখির সম্ভার নিয়ে পসরায় সেজে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকল ধর্মের মেলবন্ধন এর কারণেই রাখি উৎসবের প্রচলন করেছিলেন, তাই আজও ভাই বোনের অটুট বন্ধনের উৎসব রাখি বন্ধন পালিত হয় গোটা দেশ জুড়ে। তাই রাখি যদি পালন হয় তার পসরা তো বসাতেই হবে! বর্তমানে সারাদেশের পাশাপাশি রংবেরঙের হরেক রকমের নতুনত্ব ডিজাইনের রাখির সম্ভার নিয়ে পসরায় সেজে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল।
advertisement
2/5
এখানে জুট মিলে সংখ্যা বেশি হওয়ায় ব্যারাকপুরে আগাগোড়ায়ই রাখী উৎসবের আরম্ভর বেশি। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া তে রয়েছে একটি রাখি পাড়া । যেখানে কিনা সারা বছর রাখি তৈরির কাজ চলে। কিন্তু রাখির আগে বছরের তিনটে মাস ব্যস্ততা থাকে তুঙ্গে। এখানে রয়েছে রাখির একাধিক নামি দামি কোম্পানি। তাই রাখির আগে গারুলিয়ার এই রাখি ব্যবসায়ীরা নিজেদের তৈরি রাখির দোকান দেন, যেখানে অনেক কম দামেই রাখি বিক্রি করেন।
এখানে জুট মিলে সংখ্যা বেশি হওয়ায় ব্যারাকপুরে আগাগোড়ায়ই রাখী উৎসবের আরম্ভর বেশি। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া তে রয়েছে একটি রাখি পাড়া । যেখানে কিনা সারা বছর রাখি তৈরির কাজ চলে। কিন্তু রাখির আগে বছরের তিনটে মাস ব্যস্ততা থাকে তুঙ্গে। এখানে রয়েছে রাখির একাধিক নামি দামি কোম্পানি। তাই রাখির আগে গারুলিয়ার এই রাখি ব্যবসায়ীরা নিজেদের তৈরি রাখির দোকান দেন, যেখানে অনেক কম দামেই রাখি বিক্রি করেন।
advertisement
3/5
যেটা হয়ে ওঠে এক কথায় সকলের সাধ্য। ইতিমধ্যেই রাখির আগে গাড়ুলিয়া পৌরসভার সামনে বসেছে রাখীর বাজার। তবে এবারে রয়েছে একটু নতুনত্ব। ভাইদের হাতে বাঁধার জন্য রাখি তো মিলছেই শুধু তাই নয় থাকছে ননদ বৌদির বিশেষ রাখী। ননদের সাথে বৌদিদের সম্পর্ক দৃঢ় করতে চুরির আকারে এ বিশেষ ধরনের রাখি পরিয়ে দেন বৌদিদের হাতে ননদেরা। কথায় আছে ননদ বৌদির চুলোচুলি, তো কোথাও আবার ননদ বৌদি বোন বোন তবে এই চিত্র ধরা পড়া বিরল। তাই ননদ বৌদির সুসম্পর্ক বজায় রাখতে এমন অনন্য প্রয়াস
যেটা হয়ে ওঠে এক কথায় সকলের সাধ্য। ইতিমধ্যেই রাখির আগে গাড়ুলিয়া পৌরসভার সামনে বসেছে রাখীর বাজার। তবে এবারে রয়েছে একটু নতুনত্ব। ভাইদের হাতে বাঁধার জন্য রাখি তো মিলছেই শুধু তাই নয় থাকছে ননদ বৌদির বিশেষ রাখী। ননদের সাথে বৌদিদের সম্পর্ক দৃঢ় করতে চুরির আকারে এ বিশেষ ধরনের রাখি পরিয়ে দেন বৌদিদের হাতে ননদেরা। কথায় আছে ননদ বৌদির চুলোচুলি, তো কোথাও আবার ননদ বৌদি বোন বোন তবে এই চিত্র ধরা পড়া বিরল। তাই ননদ বৌদির সুসম্পর্ক বজায় রাখতে এমন অনন্য প্রয়াস
advertisement
4/5
ব্যবসায়ীদের মতে, রাখির সপ্তাহ দুয়েক আগে ভিন রাজ্যের ব্যবসায়ীরা এসে তাদের তৈরি রাখি কিনে নিয়ে চলে যান আর বাকি মাল রাখির তিনদিন আগে এই রাখির বাজারে বিক্রি করেন।
ব্যবসায়ীদের মতে, রাখির সপ্তাহ দুয়েক আগে ভিন রাজ্যের ব্যবসায়ীরা এসে তাদের তৈরি রাখি কিনে নিয়ে চলে যান আর বাকি মাল রাখির তিনদিন আগে এই রাখির বাজারে বিক্রি করেন।
advertisement
5/5
এই ভাবেই গারুলিয়া অঞ্চলে গজিয়ে উঠেছে রমরমিয়ে রাখি ব্যবসা। তবে মনে করা হচ্ছে, এমন নতুনত্বের রাখির সম্ভারে হাসি ফুটেছে আমজনতার।
এই ভাবেই গারুলিয়া অঞ্চলে গজিয়ে উঠেছে রমরমিয়ে রাখি ব্যবসা। তবে মনে করা হচ্ছে, এমন নতুনত্বের রাখির সম্ভারে হাসি ফুটেছে আমজনতার।
advertisement
advertisement
advertisement