Durga Puja Sweet: পুজো স্পেশাল! পুরুলিয়ার রঘুনাথপুরের বিশাল 'ছানা লাড্ডু' কেন বছরে একবারই তৈরি হয়?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Durga Puja Sweet: বছরে মাত্র একবারই দুর্গাপূজার সময় পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হয় বিশালাকৃতির 'ছানা' ও 'দরবেশ' লাড্ডু। এই অনন্য স্বাদের মিষ্টি এখানকার পুজোর এক অবিচ্ছেদ্য অংশ।
বছরে মাত্র একবারই তৈরি হয় এই অনন্য লাড্ডু, তাও শুধু দুর্গাপুজোর সময়। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের তাঁতিপাড়া এলাকায় অবস্থিত একটি বিখ্যাত মিষ্টির দোকানে তৈরি হয় এই দুই বিশালাকৃতির ও অতুলনীয় স্বাদের লাড্ডু, 'চনা' ও 'দরবেশ।' পুজোর সময় ছাড়া বছরের আর কোনও সময়েই এগুলি তৈরি বা বিক্রি হয় না, আর এটাই এই লাড্ডুর মাহাত্ম্যকে করে তোলে আরও গভীর ও আকর্ষণীয়। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement