পকেটে টাকা না থাকলেও হবে দুর্গাপুজো! এই প্রতিমা শিল্পীদের জাদুতে মুশকিল আসান
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Kaustav
Last Updated:
এক মৃৎশিল্পী বলেন, অনেকেই ছোট করে বাড়িতে বা স্থানীয়ভাবে পুজো করতে চান। কিন্তু বেশি দামের কারণে পিছিয়ে যান। তাই আমরা চেষ্টা করছি স্বল্প খরচে সুন্দর প্রতিমা বানানোর। এতে আমরাও যেমন কাজ পাব, আবার সকল স্তরের মানুষও পুজো করতে পারবেন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
![দুর্গাপুজো মানেই আড়ম্বর, আলোকসজ্জা আর সাজসজ্জার ভিড়। কিন্তু সব পরিবার বা ক্লাবের পক্ষে বেশি খরচ করা সম্ভব হয় না। তাই অনেক সময়ই ইচ্ছে থাকলেও সামর্থ্যের কারণে পিছিয়ে যেতে হয় পুজো করা থেকে।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ] দুর্গাপুজো মানেই আড়ম্বর, আলোকসজ্জা আর সাজসজ্জার ভিড়। কিন্তু সব পরিবার বা ক্লাবের পক্ষে বেশি খরচ করা সম্ভব হয় না। তাই অনেক সময়ই ইচ্ছে থাকলেও সামর্থ্যের কারণে পিছিয়ে যেতে হয় পুজো করা থেকে।[ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5414808_kmc_20250829_150113_watermark_29082025_154536_2.jpg?impolicy=website&width=827&height=620)








