Durga Puja 2025: ঘরের কাছেই একটুকরো রাজস্থান! মহল থেকে উট কী নেই! সময়-খরচ বাঁচিয়ে 'এখানে' গিয়ে দেখে আসুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Durga Puja 2025: ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর! রাজস্থান ভ্রমণের জন্য আর লম্বা ছুটির অপেক্ষা করতে হবে না। বিপুল খরচ ও সময় বাঁচিয়ে এবার বর্ধমান শহরের কাছেই উপভোগ করা যাবে মরুরাজ্যের আমেজ।
advertisement
advertisement
advertisement
advertisement
মেদিনীপুরের শিল্পীদের হাতের ছোঁয়ায় এই মণ্ডপ সেজে উঠছে। প্রায় চার মাসের প্রচেষ্টায় গড়ে উঠছে রাজস্থানের মহলের আদল। পুজো উদ্যোক্তা বিপ্লব চন্দ্র জানান, মেদিনীপুরের শিল্পীরা এই মণ্ডপ বানিয়েছেন। প্রথমে তাঁদের ওয়ার্কশপে মণ্ডপের ছোট ছোট বিভিন্ন জিনিস তৈরি হয়। পরে তা নিয়ে মেমারিতে আসা হয়। এখানেও প্রায় দু'মাস ধরে মণ্ডপ তৈরির বাকি কাজ চলছে।
advertisement
advertisement
এখন প্রশ্ন, কীভাবে যেতে হবে? বর্ধমান শহর থেকে মাত্র ৩০ মিনিটে দূরত্ব অবস্থিত। ট্রেন, বাস অথবা গাড়ি করে মেমারি পৌঁছে যেতে পারবেন। ট্রেনে গেলে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরে মেমারি স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো করে মণ্ডপ। বাসে গেলে আলিশা থেকে মেমারির বাস ধরে মেমারি বাসস্ট্যান্ডে নেমে টোটো করে যাওয়া যাবে। এছাড়া বাইকে গেলে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে মেমারি পৌঁছে যেতে পারেন। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)