Durga Puja 2025: এবার প্রতিমা ভাসানে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে প্রযুক্তির ব্যবহার!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Durga Puja 2025: ঘাটে প্রতিমার কাঠামো ওঠানামার জন্য ব্যবহার হচ্ছে প্রযুক্তি,মেশিনারির মাধ্যমে প্রতিমা ভাসানের- যন্ত্রাংশ বসানোর কাজ চলছে রামকৃষ্ণপুর ঘাটে
হাওড়া: জোরকদমে চলছে প্রতিমা দর্শন, উৎসবে মাতোয়ারা শহর। পুজো শেষে বিজয়ার পালা, এবার হাওড়া রামকৃষ্ণ পুর ঘাটে চলছে প্রতিমা ভাসানের প্রস্তুতি। হাওড়া পৌরনিগম কর্তৃপক্ষ। ঘাটে প্রতিমার কাঠামো ওঠানামার জন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি। মেশিনারির মাধ্যমে প্রতিমা ভাসানের এর যন্ত্রাংশ বসানোর কাজ চলছে রামকৃষ্ণপুর ঘাটে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
সাধারণত প্রতিমা বিসর্জনের পর, যখন প্রতিমার কাঠামো বিসর্জন দেওয়া হয়, তখন পুরসভার কর্মীরা কাঠামোগুলো জল থেকে তুলে নেয়। এই প্রতিমার কাঠামোকে জল থেকে অপসারণ করতে অনেক সময় বিপদ ঘটার সম্ভাবনা থাকে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে প্রচুর দুর্গা প্রতিমার বিসর্জন হয়। পরিবেশ দূষণ, মানুষের ঝুঁকি কমাতে এই বছর বসানো হচ্ছে প্রতিমা ভাসানের এর যন্ত্রাংশ।
advertisement
বসানো হচ্ছে উইঞ্চ মেশিন এবং হুয়িল ট্রাক। যাতে ঠাকুরকে মেশিনের মাধ্যমে খুব সহজেই ঘাট থেকে তুলে অন্যত্র সরিয়ে নেওয়া যাবে। এই প্রক্রিয়া নদী দূষণ রোধেও সাহায্য করে, কারণ কাঠাম তুলে নেওয়ার পর তা সঠিকভাবে প্রক্রিয়াকরণ করা যেতে পারে। এই প্রযুক্তিগত পদ্ধতির মাধ্যমে, প্রতিমা বিসর্জনের সময় নদীকে পরিষ্কার রাখা এবং প্রতিমার কাঠামো তোলার প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করা সম্ভব হবে।
advertisement
পাশাপাশি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাইডলাইন মেনে ফুল, মালা এবং পুজোর অন্যান্য সামগ্রী গঙ্গার তীরেই একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। এ জন্য হাওড়া পুরনিগম পর্যাপ্ত কর্মী, পুলিশ এবং পরিকাঠামো রাখা হচ্ছে হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে। ভিতরে যে জলাশয়গুলি রয়েছে, সেখানে যাতে নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ।
advertisement