Durga Puja 2025: ঠাকুর দেখতে বেরিয়ে কোথায় রাখবেন গাড়ি? কোথায় রয়েছে রেস্তোরাঁ-সহ পাবলিক টয়লেট? ছক কষে দিল কমিশনারেট
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Durga Puja 2025: দুর্গাপুজো দেখতে কোথায় রাখবেন গাড়ি, কোথায় রয়েছে রেস্তোরাঁ-সহ পাবলিক টয়লেট? সাহায্যে পুলিশ কমিশনারেট।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কলকাতার পাশাপাশি গত কয়েক বছর ধরে দুর্গোৎসবের জাঁকজমকে নজর কেড়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন পুজো। পুজোর দিনগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উপচে পড়ে এই মহকুমার নানা এলাকায়। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তাই পুজোর বিশেষ গাইডম্যাপ প্রকাশ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
advertisement
advertisement
কমিশনারেট সূত্রে খবর, বিটি রোড থেকে শুরু করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পুজোর দিনগুলোতে ব্যাপক যানজট সামলাতে হয় পুলিশকে। ডিসি (ট্র্যাফিক) অম্লানকুসুম ঘোষ জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রাফিক নির্দেশিকা কার্যকর থাকবে এই এলাকাগুলিতে। ওই সময় ভারী ও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। থানাভিত্তিক যান নিয়ন্ত্রণের আলাদা নির্দেশিকাও জারি করা হয়েছে
advertisement
পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে বিজ্ঞপ্তি ফ্লেক্স টাঙানো হচ্ছে। দুর্গোৎসবের ভিড়ে শিশু হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে প্রায়ই। তাই এবছর পুলিশের পক্ষ থেকে শিশুদের বিশেষ পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে থাকবে অভিভাবকের ফোন নম্বর। এতে শিশুরা হারিয়ে গেলে দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হবে
advertisement
advertisement
advertisement
এছাড়াও দর্শনার্থীদের সুবিধার জন্য বিটি রোড সংলগ্ন এলাকায় পাবলিক টয়লেট রয়েছে। চাইলে রেলস্টেশনগুলিতেও আছে টয়লেটের সুযোগ। আর পেটপূজোর জন্য থাকছে এই এলাকার জনপ্রিয় রেস্তোরাঁর দাদা বৌদির বিরিয়ানি, ডি বাপির বিরিয়ানি, কস্তুরী, আর্সালান-সহ একাধিক খাবারের দোকান। প্রশাসনের দাবি, এবছর দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থায় বিশেষ নজরদারি রাখা হবে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন।