Durga Puja 2025: শহর থেকে একটু দূরে, স্বর্ণযুগের শিল্পীদের সম্মান! রেডিও, ক্যাসেট, গ্রামাফোনে সেজেছে মণ্ডপ, ঘুরে দেখুন

Last Updated:
লক্ষ্য ছিল ৭৫তম বর্ষে চমক দেওয়া। সেই মত স্বর্ণযুগের শিল্পীদের সম্মান জানিয়ে থিম তৈরির পরিকল্পনা হয়। 
1/6
চার হাজার রেডিও, দু’হাজার ক্যাসেট দিয়ে মণ্ডপ সাজিয়েছে জয়নগরের ন’য়ের পল্লি উন্নয়ন সমিতি। এবার এই পুজোর ৭৫তম বর্ষ। স্বর্ণযুগের শিল্পীদের সম্মান জানিয়ে এবার এদের থিম—চিরন্তন। (তথ্য ও ছবি সুমন সাহা)
চার হাজার রেডিও, দু’হাজার ক্যাসেট দিয়ে মণ্ডপ সাজিয়েছে জয়নগরের ন’য়ের পল্লি উন্নয়ন সমিতি। এবার এই পুজোর ৭৫তম বর্ষ। স্বর্ণযুগের শিল্পীদের সম্মান জানিয়ে এবার এদের থিম—চিরন্তন। (তথ্য ও ছবি সুমন সাহা)
advertisement
2/6
হেমন্ত মুখোপাধ্যায়, নির্মলা মিশ্রদের মত শিল্পীদের সম্মান জানানো হয়েছে মণ্ডপে। তাঁদের ছবি এবং কালজয়ী সব গানের লাইন দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। পাশাপাশি মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে রেডিও, ক্যাসেট, গ্রামাফোনের রেকর্ড।
হেমন্ত মুখোপাধ্যায়, নির্মলা মিশ্রদের মত শিল্পীদের সম্মান জানানো হয়েছে মণ্ডপে। তাঁদের ছবি এবং কালজয়ী সব গানের লাইন দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। পাশাপাশি মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে রেডিও, ক্যাসেট, গ্রামাফোনের রেকর্ড।
advertisement
3/6
প্রায় চার হাজার আসল রেডিও ব্যবহার করা হয়েছে মণ্ডপে। দু’হাজার ক্যাসেট ও পাঁচশো গ্রামাফোনের রেকর্ড ব্যবহৃত হয়েছে। ক্যাসেট, গ্রামাফোনের রেকর্ড কার্যত হারিয়ে গিয়েছে। হারিয়ে যেতে বসেছে রেডিও-ও। অথচ স্বর্ণযুগের শিল্পীদের কালজয়ী সব গান।
প্রায় চার হাজার আসল রেডিও ব্যবহার করা হয়েছে মণ্ডপে। দু’হাজার ক্যাসেট ও পাঁচশো গ্রামাফোনের রেকর্ড ব্যবহৃত হয়েছে। ক্যাসেট, গ্রামাফোনের রেকর্ড কার্যত হারিয়ে গিয়েছে। হারিয়ে যেতে বসেছে রেডিও-ও। অথচ স্বর্ণযুগের শিল্পীদের কালজয়ী সব গান।
advertisement
4/6
এই সব মাধ্যম দিয়েই একসময় পৌছে যেত শ্রোতাদের কাছে। এবারের থিমে সেই হারিয়ে যাওয়া মাধ্যমগুলিকেই ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে ভলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি মণ্ডপের সামনেই রাখা হয়েছে গ্রামাফোনের একটি বিশাল রেপ্লিকা।
এই সব মাধ্যম দিয়েই একসময় পৌছে যেত শ্রোতাদের কাছে। এবারের থিমে সেই হারিয়ে যাওয়া মাধ্যমগুলিকেই ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে ভলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি মণ্ডপের সামনেই রাখা হয়েছে গ্রামাফোনের একটি বিশাল রেপ্লিকা।
advertisement
5/6
রেডিওর বড় রেপ্লিকাও রয়েছে মণ্ডপে। পিয়ানোর আদলে তৈরি হয়েছে মণ্ডপের অন্দর সজ্জা।পুরনো রেডিও, ক্যাসেট, গ্রামাফোন জোগাড় করা সহজ ছিল না বলেই দাবি উদ্যোক্তাদের। বিভিন্ন পুরনো দোকান, সংগ্রাহকদের কাছ থেকে জিনিসগুলি সংগ্রহ করা হয়েছে।
রেডিওর বড় রেপ্লিকাও রয়েছে মণ্ডপে। পিয়ানোর আদলে তৈরি হয়েছে মণ্ডপের অন্দর সজ্জা।পুরনো রেডিও, ক্যাসেট, গ্রামাফোন জোগাড় করা সহজ ছিল না বলেই দাবি উদ্যোক্তাদের। বিভিন্ন পুরনো দোকান, সংগ্রাহকদের কাছ থেকে জিনিসগুলি সংগ্রহ করা হয়েছে।
advertisement
6/6
লক্ষ্য ছিল ৭৫তম বর্ষে চমক দেওয়া। সেই মত স্বর্ণযুগের শিল্পীদের সম্মান জানিয়ে থিম তৈরির পরিকল্পনা হয়। মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হয় প্রায় ছ’মাস আগে। আরে এখন এই মন্ডপ জুরে সাড়া পড়েছে গোটা জয়নগরে। (তথ্য ও ছবি সুমন সাহা)
লক্ষ্য ছিল ৭৫তম বর্ষে চমক দেওয়া। সেই মত স্বর্ণযুগের শিল্পীদের সম্মান জানিয়ে থিম তৈরির পরিকল্পনা হয়। মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হয় প্রায় ছ’মাস আগে। আরে এখন এই মন্ডপ জুরে সাড়া পড়েছে গোটা জয়নগরে। (তথ্য ও ছবি সুমন সাহা)
advertisement
advertisement
advertisement