Durga Puja 2025: প্রান্তিক জনদের কুর্নিশ জানিয়ে শুরু উৎসব, জেনে নিন ছক ভাঙা এই দুর্গাপুজোর কথা
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Durga Puja 2025: এখানে দুর্গাপুজো শুরু হয় একেবারে ভিন্নভাবে, এই দুর্গোৎসবের আরেক পরিচয় এর থিম। প্রতিবারই মণ্ডপ সাজানো হয় অভিনব আঙ্গিকে। কখনও আদিবাসী গ্রাম, কখনও আলপনা গ্রাম, কখনও বা রূপসী বাংলার ছায়া।
পূর্ব বর্ধমানের আউশগ্রামের অজয় তীরের গোপালপুর উল্লাসপুর সর্বজনীন দুর্গোৎসবের অভিনবত্বই এদের বিশেষ পরিচয়। এখানে দুর্গাপুজো শুরু হয় একেবারে ভিন্নভাবে। প্রথমে হয় মানুষ পুজো, কখনও শ্রমজীবী মানুষ, কৃষক, বৃহন্নলা কিংবা সমাজের অবহেলিত শ্রেণিকে বসানো হয় পুজোর আটনে। সমাজকে সম্মান জানাতেই এই প্রতীকী আয়োজন। তারপরেই শুরু হয় প্রতিমা পুজো।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement
advertisement
এই দুর্গোৎসবের সূচনা করেছিলেন গ্রামেরই ভূমিপুত্র, বিশিষ্ট লেখক রাধামাধব মণ্ডল। তাঁর উদ্যোগেই পুজো পেয়েছে এই বিশেষ সামাজিক ও সাংস্কৃতিক মাত্রা। তাঁর কথায়, এবারের মণ্ডপে যেমন থাকবে বাংলার অপরূপ সৌন্দর্য, তেমনি দেখা যাবে বাংলা সাহিত্যের বিভিন্ন যুগের খ্যাতিমান লেখক-লেখিকাদের প্রতিচ্ছবি। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী





