Bankura News: হাজার হাজার বছর পর...এত জায়গা ছেড়ে বাঁকুড়ায় ডাইনোসর! বিশ্বাস করতে পারছেন না কেউ

Last Updated:
Bankura News: বাঁকুড়ায় ডাইনোসর! অবাক সকলে, ভয়ে কাঁটা বাচ্চারা। কীভাবে হল এমনটা, জানলে আপনি অবাক হবেন আবার খুশিও হতে পারেন।
1/6
বাঁকুড়ায় ডাইনোসর! অবাক সকলে, ভয়ে কাঁটা বাচ্চারা। কিভাবে হল এমনটা, জানলে আপনি অবাক হবেন আবার খুশিও হতে পারেন। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়ায় ডাইনোসর! অবাক সকলে, ভয়ে কাঁটা বাচ্চারা। কীভাবে হল এমনটা, জানলে আপনি অবাক হবেন আবার খুশিও হতে পারেন। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর। তবে সেই ডাইনোসর কিভাবে ফিরে আসছে বাঁকুড়ায়, জানলে অবাক হবেন। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর। তবে সেই ডাইনোসর কীভাবে ফিরে আসছে বাঁকুড়ায়, জানলে অবাক হবেন। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
বাঁকুড়া জেলার ছাতনার ঝাঁটিপাহাড়ি বন্ধুমহল ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে তাদের এবারের পুজোর থিম জুরাসিক পার্ক। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরই এই থিম নজর কাড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া জেলার ছাতনার ঝাঁটিপাহাড়ি বন্ধুমহল ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে তাদের এবারের পুজোর থিম জুরাসিক পার্ক। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরই এই থিম নজর কাড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
ঝাঁটিপাহাড়ির বন্ধু মহল ক্লাবের পুজো উদ্যোক্তারা থিম সাজাচ্ছেন জুরাসিক পার্কের আদলে। পাশাপাশি ৫১ ফুট উচ্চতার মা দুর্গা ও ৫১ ফুটের আদি যোগীর মূর্তি বিশেষ আকর্ষণ এই পুজো মন্ডপের। উদ্যোক্তারা জানিয়েছেন চতুর্থী দিনে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পুজো মন্ডপ। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
ঝাঁটিপাহাড়ির বন্ধু মহল ক্লাবের পুজো উদ্যোক্তারা থিম সাজাচ্ছেন জুরাসিক পার্কের আদলে। পাশাপাশি ৫১ ফুট উচ্চতার মা দুর্গা ও ৫১ ফুটের আদি যোগীর মূর্তি বিশেষ আকর্ষণ এই পুজো মণ্ডপের। উদ্যোক্তারা জানিয়েছেন চতুর্থী দিনে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পুজো মণ্ডপ। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
পুরুলিয়া থেকে আগত থিম শিল্পী যোগেশ সহিস জানাচ্ছেন, 'থার্মোকল, খড়, বাঁশ, বাটাম, সুতলি, কাগজ প্রভৃতির মাধ্যমে পুজো মন্ডপের থিমের কাজ করা হচ্ছে। বৃষ্টিপাতের জন্য সাময়িক অসুবিধা হলেও জোর কদমে কাজ চলছে বলে জানান তিনি।'
পুরুলিয়া থেকে আগত থিম শিল্পী যোগেশ সহিস জানাচ্ছেন, 'থার্মোকল, খড়, বাঁশ, বাটাম, সুতলি, কাগজ প্রভৃতির মাধ্যমে পুজো মণ্ডপের থিমের কাজ করা হচ্ছে। বৃষ্টিপাতের জন্য সাময়িক অসুবিধা হলেও জোর কদমে কাজ চলছে বলে জানান তিনি।'
advertisement
6/6
৩০ লক্ষ টাকা বাজেটে এবারের জুরাসিক পার্কের এই অভিনব থিম ভাবনা ও আলোকসজ্জা পুরো বাঁকুড়া জেলাবাসীর নজর কাড়বে বলেই মনে করছেন ঝাঁটিপাহাড়ি বন্ধুমহল ক্লাবের পুজো উদ্যোক্তারা। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
৩০ লক্ষ টাকা বাজেটে এবারের জুরাসিক পার্কের এই অভিনব থিম ভাবনা ও আলোকসজ্জা পুরো বাঁকুড়া জেলাবাসীর নজর কাড়বে বলেই মনে করছেন ঝাঁটিপাহাড়ি বন্ধুমহল ক্লাবের পুজো উদ্যোক্তারা। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement