Lakshmi Bhandar Scheme:'লক্ষ্মীর ভান্ডার'-এ নাম তুলতে শয়ে শয়ে মহিলার ভিড় বারাসতে ! সফল 'দুয়ারে সরকার' কর্মসূচি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Lakshmi Bhandar Scheme: এক ছাতার তলায় ছিল সব কিছুর আয়োজন। এক দিকে রেশন কার্ড তৈরি বা সংশোধনের জন্য শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ভিড়। তবে সকলের মুখেই রয়েছে মাস্ক। মানা হচ্ছে কোভিড বিধিও।
advertisement
বুধবার বারাসতের সুবর্ণপত্তন ও কাজিপাড়া এলাকা জুড়ে অয়োজন করা হয় 'দুয়ারে সরকার' কর্মসূচির। তৃণমূল কাউন্সিলর এবং উত্তর ২৪ পরগোনার Indian National Trinamool trade union congress- এর প্রেসিডেন্ট শ্রী তাপস দাশগুপ্তর এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রীর নতুন কর্মসূচি 'দুয়ারে সরকার'-এর আয়োজন করা হয়।
advertisement
advertisement
চোখে পড়ার মতো মহিলাদের ভিড হয় 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর ফর্ম তোলা এবং কার্ড করার জন্য। এখানে যারাই 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর জন্য আবেদন করছেন, তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, সে ক্ষেত্রেও করা হচ্ছে সাহায্য। বন্ধন ব্যাঙ্কে সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হচ্ছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর কার্ড হয়ে গেলেই অ্যাকাউন্টে প্রতি মাসে মহিলারা টাকা পাবেন।
advertisement
এদিকে 'লক্ষ্মীর ভান্ডার' নিয়ে নয়া সিদ্ধান্ত বুধবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এদিন প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন " পরিবারের সবথেকে বয়সী মহিলার নামে স্বাস্থ্য সাথী কার্ড আছে। কিন্তু এক্ষেত্রে পরিবার পিছু একজন নয়, সব মহিলাই লক্ষীর ভান্ডার এর আওতায়।২৫ থেকে ৬০ বছর বয়সী সব মহিলাই 'লক্ষ্মীর ভান্ডার'-এর আওতায় আসবেন। যদি না তারা চাকরি করেন এবং পেনশন না থাকে।"
advertisement