Dol Utsav 2024: এভাবেই রঙিন হয়ে উঠুক শৈশবের স্মৃতি! দোলের আগেই রঙে মাতোয়ারা ছোটরা

Last Updated:
সোমবার দোল। যথারীতি ওই দিন স্কুল ছুটি থাকবে। আর তাই শনিবার স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে রং খেলায় মেতে উঠল কচিকাঁচারা
1/5
আগামী সোমবার দোল উৎসব। মঙ্গলবার পালন করা হবে হোলি। তবে তার আগেই রঙের উৎসবে মাতোয়ারা শিল্পাঞ্চলের কচিকাঁচারা।
আগামী সোমবার দোল উৎসব। মঙ্গলবার পালন করা হবে হোলি। তবে তার আগেই রঙের উৎসবে মাতোয়ারা শিল্পাঞ্চলের কচিকাঁচারা।
advertisement
2/5
দোলের দিন স্কুল ছুটি থাকবে। ফলে বন্ধুদের সঙ্গে রং খেলা হবে না। যে কারণে আগে থেকেই রঙের উৎসবে মেতে উঠল পড়ুয়ারা।
দোলের দিন স্কুল ছুটি থাকবে। ফলে বন্ধুদের সঙ্গে রং খেলা হবে না। যে কারণে আগে থেকেই রঙের উৎসবে মেতে উঠল পড়ুয়ারা।
advertisement
3/5
আসানসোলের একটি স্কুলের ছোট ছোট পড়ুয়াদের রং খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে। স্কুল ছুটির পর তারা মেতে উঠেছিল রঙিন আনন্দে।
আসানসোলের একটি স্কুলের ছোট ছোট পড়ুয়াদের রং খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে। স্কুল ছুটির পর তারা মেতে উঠেছিল রঙিন আনন্দে।
advertisement
4/5
এই বিষয়ে এক অভিভাবক উত্তম চ্যাটার্জি বলছেন, সঙ্গীদের সঙ্গে রঙ খেলার আনন্দ আলাদা। এখন অনেক অভিভাবক শিশুদের রং মাখতে দিতে চান না। ফলে কচিকাঁচারা এই আনন্দ থেকে বঞ্চিত হয়।
এই বিষয়ে এক অভিভাবক উত্তম চ্যাটার্জি বলছেন, সঙ্গীদের সঙ্গে রঙ খেলার আনন্দ আলাদা। এখন অনেক অভিভাবক শিশুদের রং মাখতে দিতে চান না। ফলে কচিকাঁচারা এই আনন্দ থেকে বঞ্চিত হয়।
advertisement
5/5
দোল এবং হোলির আগে ছোট ছোট পড়ুয়াদের এইভাবে রঙিন আনন্দে মেতে উঠতে দেখে সকলেই খুশি। তারা বলছেন, এভাবেই বেঁচে থাকুক শৈশব। এভাবেই রঙিন হোক শৈশবের স্মৃতি।
দোল এবং হোলির আগে ছোট ছোট পড়ুয়াদের এইভাবে রঙিন আনন্দে মেতে উঠতে দেখে সকলেই খুশি। তারা বলছেন, এভাবেই বেঁচে থাকুক শৈশব। এভাবেই রঙিন হোক শৈশবের স্মৃতি।
advertisement
advertisement
advertisement