DVC: ভারী বৃষ্টিতে 'ভয়ঙ্কর সুন্দর'! হুহু করে জল ছাড়া DVC-র কতগুলি লকগেট আছে, জানেন?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
DVC Lock Gates: দুই বর্ধমান এবং বাঁকুড়ায় সেচের কাজে জল ব্যবহারের জন্য দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলার দুঃখ দামোদরকে নিয়ন্ত্রণে আনতে, বাংলার বন্যা পরিস্থিতি রোধ করতে তৈরি হয়েছিল দুর্গাপুর ব্যারেজ (DVC) ।
advertisement
advertisement
advertisement
advertisement
দুর্গাপুর ব্যারেজের নির্মাণ কাজ করেছিল দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি। পরবর্তীকালে ১৯৬৪ সালে দুর্গাপুর ব্যারেজের সেচ ব্যবস্থা এবং সেচখালগুলির মালিকানা হস্তান্তর করা হয় রাজ্য সরকারের হাতে। দুর্গাপুর স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরত্বে পশ্চিম বর্ধমান-বাঁকুড়া সীমান্তে অবস্থিত এই ব্যারেজ।