Digha: দিঘার সমুদ্রে হচ্ছে আসল মজা...! হঠাৎ কী এমন হল? খবর পেয়েই কাতারে কাতারে মানুষ ছুটছে, কারণ জানলে আপনিও ছুটবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: পুজোর ছুটিতে সমুদ্রের মজা চুটিয়ে উপভোগ করতে দিঘায় আসেন বহু সংখ্যক পর্যটকেরা। এখন থেকেই শুরু হয়েছে হোটেল বুকিং। আর তাতেই খুশির হওয়া দিঘা জুড়ে।
বাঙালির বড় উৎসব দুর্গাপুজো দোড়গড়ায়। আর মাত্র ২৯ দিন পরেই দুর্গাপুজো। আর পুজোর ছুটিতে ঘরে মন বসে না ভ্রমণ প্রিয় বাঙালির। পুজোর ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্র গুলিতেও বাঙালির উন্মাদনা চোখে পড়ে। পুজোর ছুটিতে সমুদ্রের মজা চুটিয়ে উপভোগ করতে দিঘায় আসেন বহু সংখ্যক পর্যটকেরা। এখন থেকেই শুরু হয়েছে হোটেল বুকিং। আর তাতেই খুশির হওয়া দিঘা জুড়ে।
advertisement
একটা সময় দিঘায় সারা বছরে পর্যটকের ভিড় থাকলেও পুজোর সময়। সেই রেশ বজায় থাকত না। কিন্তু এই চিত্রটা বদলেছে শেষ কয়েক বছরে। দিঘায পর্যটকের জনজোয়ার সারা বছরই। এর পাশাপাশি বিভিন্ন উৎসব ও ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত পর্যটকের ভিড় তিল ধারনের স্থান থাকে না। চলতি বছরেও পুজোয় পর্যটকরা দিঘামুখী হতে চলেছেন।
advertisement
advertisement
দিঘায় হোটেল বুকিং নিয়ে, দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, 'ইতিমধ্যেই দিঘায় পুজোর ছুটি উপলক্ষে হোটেল বুকিং শুরু হয়েছে। পর্যটকেরা একসঙ্গে তিন চার দিনের বুকিং করছেন। অষ্টমী থেকে একেবারে নবমী-দশমী পর্যন্ত হোটেল বুকিং চলছে। আগামী এক সপ্তাহে এই বুকিং-এর পরিমাণ আরও বাড়বে।'
advertisement
বিপ্রদাস চক্রবর্তী আরও জানান, সেপ্টেম্বর প্রথম সপ্তাহের পর থেকে দিঘার সমস্ত হোটেলেই একশ শতাংশ বুকিং পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা করা যায়। একসময় সারা বছর দিঘায় পর্যটক এলেও পুজোর ছুটিতে সেই রেশ বজায় থাকত না। কিন্তু বিগত দু-তিন বছর চিত্র বদলেছে। পুজোর সময় বহু সংখ্যক পর্যটক দিঘায় আসছেন। এবারও তার অন্যথা হবে না।
advertisement
দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর ভিড় বেড়েছে কয়েকগুণ। পুজোর উৎসবে দিঘায় বুকিং শুরু হয়েছে হোটেল। পুজোর দিনগুলিতে পর্যটকের ভিড় থাকবে দিঘায়। তাতেই কার্যত এখন মুখের হাসি চাওড়া করেছে হোটেল ব্যবসায়ী থেকে দিঘার সাধারণ ব্যবসায়ীদের মনে। দুর্গাপুজোর সময় যাতে দিঘার বাড়তি ভিড়ে বিপত্তি এড়ানো যায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি শুরু করেছে।